E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অপহৃত শিশু ফাইজাকে উদ্ধার করেছে র‍্যাব

মুখে স্প্রে করে আট মাস বয়সী শিশুকে নিয়ে যায় ডাকাতরা

২০২৪ নভেম্বর ১৬ ১৭:৫৯:৪৯
মুখে স্প্রে করে আট মাস বয়সী শিশুকে নিয়ে যায় ডাকাতরা

মোহাম্মদ সজীব, ঢাকা : রাজধানী আজিমপুরের একটি বাসায় শুক্রবার সকালে ডাকাতির সময় যে শিশুকে অপরহণ করা হয়েছিল তাকে মধ্যরাতে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে।

আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে , শিশুটিকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়ার আগে তার মায়ের হাত পা বেঁধে মুখে কাপড় গুজে দেয়া হয়েছিলো। এরপর মা ও শিশু- উভয়ের মুখেই ‘স্প্রে’ করে দেয়া হয়েছিলো অজ্ঞান করার জন্য। এরপর নগদ টাকা ও স্বর্ণালংকারের পাশাপাশি শিশুটিকে নিয়ে গিয়েছিলো অপহরণকারীরা, এক সংবাদ সম্মেলনে তথ্য জানান, র‍্যাব মুখপাত্র মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

গত শুক্রবার সকালে লালবাগ থানার আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসায় ডাকাতির সময় আট মাস বয়সী ওই শিশু সন্তানকে নিয়ে গিয়েছিলো ডাকাতরা- এমন খবর ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যেই ঘটনাটি নিয়ে সারাদেশে আলোড়ন তৈরি হয়।

বিশেষ করে সামাজিক মাধ্যমে ওই শিশুটির ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তাকে খুঁজে পেতে সহায়তার জন্য অসংখ্য মানুষ তার ছবি ও সংবাদ শেয়ার করায় এটি সব জায়গায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সামাজিক মাধ্যমের পোস্টগুলোতে এক ধরণের উদ্বেগও লক্ষ্য করা যায়।

সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জায়গায় শিশু নিখোঁজের পরপর কয়েকটি সংবাদ নিয়ে ব্যাপক প্রচার হয়েছে সামাজিক মাধ্যমে।

এরপর নতুন করে আট মাসের শিশু ফাইজাকে দুর্বৃত্তরা বাসায় ডাকাতির পর নিয়ে গেছে- খবর প্রচার হলে তা সারাদেশেই ব্যাপক আলোচনা ও উদ্বেগের জন্ম দেয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছেন, শুক্রবার রাত দেড়টার দিকে মোহাম্মদপুর এলাকায় আদাবরের নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে শিশুকে উদ্ধার করতে সক্ষম হওয়া গেছে।

“বর্তমান সময়ে গত কয়েকদিনের আলোচিত ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আট মাস বয়সী শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা। ভিকটিম শিশুর মাকে অপহরণকারী চক্রের একজন নারী দুই সপ্তাহ আগে থেকে অনুসরণ করেন ও সখ্যতা গড়ার চেষ্টা করেন,” বলছিলেন তিনি।

আটক নারীকে জিজ্ঞাসাবাদ ও শিশুটির বাবা-মায়ের সাথে কথাবার্তায় পাওয়া তথ্য অনুযায়ী র‍্যাব জানায় যে, শিশুটির চাকুরীজীবী মঙ্গলবার অফিসের যাওয়ার সময় অপহরণকারী চক্রের নারীর সাথে পরিচয় হয় ও শেয়ারে রিকশায় করে তার স্টাফ বাসে ওঠার জন্য আজিমপুর বাসস্ট্যান্ড যান। শিশুটির বাবা একটি মেডিকেল ইন্সটিটিউটের ল্যাব সহকারী।

শিশুটির মায়ের সাথে অপহরণকারী চক্রের ওই নারী পরে স্টাফ বাসেই যাতায়াত করেছেন। তিনি সরকারি পরিবহন পুলে সাময়িক চাকুরী করেন ও আর্থিক সংকটে আছেন বলে জানান।

“এরপর উভয়ের মধ্যে মোবাইলে কথা বার্তা হয় এবং এর মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কে ধারাবাহিকতায় অপহরণকারী চক্রের নারী শিশুর মাকে সাবলেট থাকার জন্য দুই হাজার টাকা অগ্রিম দেন এবং বৃহস্পতিবার বিকেলে সেই বাসায় আসেন,” বলছিলেন র‍্যাবের মুখপাত্র।

তার মতে বাসায় সে সময় ওই শিশু, তার মা ও তার নানী অবস্থান করছিলো। কিন্তু সেই রাতে হুট করে তাদের একজন আত্মীয় চলে আসায় অপহরণকারী চক্র তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।

তারপরেও সবাইকে ঘুমের ঔষধ ও চেতনা নাশক খাইয়েছেন তিনি। সকালে শিশুটির নানী ও রাতে আসা আত্মীয় গ্রামে যাবার উদ্দেশ্যে চলে যায়। শুক্রবার সকাল দশটার দিকে অপহরণকারী চক্রের নারী তিনজন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন ও দরজা খুলে ঘরে ঢুকতে দেন। তাদের দুজন ভেতরে প্রবেশ করেছিলো।”

ওই দুজনই ঘর থেকে ১ লাখ ৭০ হাজার টাকা, ৬/৭ স্বর্ণালংকার এবং বেশ কিছু দামী ঘড়ি লুটের পর মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে মুক্তিপণ আদায়ে ব্যবহার করার জন্য। তারা দশ লাখ টাকাও দাবি করেছিলো।

এ সময় শিশুর মায়ের হাত পা বেধে মুখে কাপড় গুজে দেয়া হয়েছিলো। তাছাড়া শিশু ও তার মায়ের মুখে স্প্রে করেছিলো অজ্ঞান করার জন্য। এরপর অপহরণকারীরা আদাবরের ওই বাসায় যায়।

“কিন্তু পরে মিডিয়া ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের কারণে তারা আর যোগাযোগ করেননি। এখন আরও তদন্ত হবে। দেখা হবে পারিবারিক কেউ জড়িত আছে কি-না,” বলছিলেন তিনি।

এর আগে মধ্যরাতে শিশুটিকে উদ্ধারের পর রাতেই র‍্যাবের একটি দল শিশুটির পরিবারের কাছে হস্তান্তর করেন।

র‍্যাব সূত্র বলছে, র‍্যাব কার্যালয়ে নেয়ার পর অপহরণকারীচক্রের আটক নারীকে জিজ্ঞাসাবাদ ও শিশুর মায়ের সাথে কথা বলে র‍্যাবের তদন্তকারীরা। এরপর সকালেই গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় শিশুটিকে উদ্ধারের কথা আনুষ্ঠানিকভাবে জানায় র‍্যাব।

ওদিকে শুক্রবার সকালে শিশুটিকে অপহরণকারী চক্র নিয়ে যাওয়ার পর সেখানকার যেই ভিডিও ফুটেজ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এসেছিলো তাতে দেখা যাচ্ছিলো এক নারী ও দুই পুরুষ শিশুটি সহ মালামাল নিয়ে যাচ্ছে। এর ভিত্তিতেই পুলিশ র‍্যাবের একাধিক দল কাজ করতে শুরু করে। পরে রাতে গোয়েন্দারা অপহৃত শিশুর অবস্থান চিহ্নিত করতে সক্ষম হন।

(এস/এসপি/নভেম্বর ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test