E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লেবানন থেকে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি

২০২৪ ডিসেম্বর ০৬ ১৭:৫৫:৫৭
লেবানন থেকে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার : যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ১০৫ জন প্রবাসী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে তাদের বহনকারী ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রতিনিধিরা বিমানবন্দরে আগতদের স্বাগত জানান।

প্রত্যেক ব্যক্তিকে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে আইওএম।

এর আগে, গত ২১ অক্টোবর প্রথম দফায় ৫৪ বাংলাদেশি দেশে ফেরেন। এরপর থেকে এখন পর্যন্ত মোট ৯৬৩ প্রবাসী দেশে ফিরেছেন।

উল্লেখ্য, লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলার পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। অনেকেই আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এসব প্রবাসীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test