E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে দেশে আসতে পারবেন’

২০২৪ ডিসেম্বর ০৭ ১৮:২৩:৩১
‘শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে দেশে আসতে পারবেন’

স্টাফ রিপোর্টার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুধু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে দেশে আসবেন, অন্যথায় নয়। আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে গণ-আকাঙ্ক্ষা মঞ্চ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা ফরিদা বলেন, এত এত মৃত্যুর ঘটনা শুধু জুলাই-আগস্টে ঘটেনি, গত ১৫ বছরে ঘটেছে। বহু মানুষ গুম-খুনের শিকার হয়েছে কিন্তু বিচার দিতে পারেনি। হাসিনা যদি দেশে আসে, তাহলে তার বিচারের জন্য আসবে এবং এ দেশের মাটিতেই তার বিচার হবে।

তিনি বলেন, কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের মুখোমুখি হতেই তাকে আসতে হবে, তাছাড়া এ দেশে আসার কোন অধিকার তার নেই।

উপদেষ্টা বলেন, ভারত জুলাই অভ্যুত্থান ঠেকাতে পারেনি, শেখ হাসিনার পতন ঠেকাতে পারেনি। তাই তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেউ ভয় দেখাতে চাইলেই আমরা ভয় কেন পাবো? ছোট-ছোট ছেলে-মেয়েরা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে গণ-অভ্যুত্থান কী। ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদীদের তারা সরিয়ে দিয়েছে, যেটা অন্য কোনো রাজনৈতিক দলও করে দেখাতে পারেনি। সুতরাং, ভুলে গেলে চলবে না এ দেশ আমাদের এবং এর সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

এ সময় তিনি জাতি-ধর্ম এসবের পরিচয়ের ওপর ভিত্তি করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টিকে রুখে দিয়ে মানবিক মূল্যবোধ ও মানুষে-মানুষে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান জানান, যেন জুলাই-আগস্টে শহিদদের প্রাণের ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হয়।

আলোচনায় সভাপতিত্ব করেন গণ-আকাঙ্ক্ষা মঞ্চের আহ্বায়ক আবদুল মজিদ অন্তর। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা ও ড. গোলাম সরওয়ার, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের পরিবারের সদস্যরা।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test