E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই মামলা

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৪:৩৩:৩৩
এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই মামলা

স্টাফ রিপোর্টার : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই মামলা করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ মামলা দায়ের করবে।

সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার। ১০০ কিলোমিটার অতিক্রম করলেই দেওয়া হবে মামলা। তিনবারের বেশি মামলা হলে গাড়িগুলো নিষিদ্ধ করা হবে এক্সপ্রেসওয়েতে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর খিলক্ষেতে এক্সপ্রেসওয়ের অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফাস্ট ঢাকা লিমিটেড এক্সপ্রেসওয়ের কোম্পানি লিমিটেডের যান চলাচল সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন হাসিব হাসান খান (অব:)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা এক্সপ্রেসওয়ের নিরাপদ ব্যবহারে নীতিমালা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ তাই এক্সপ্রেসওয়েতে যান চলাচল নির্ধারিত গতিসীমার মধ্যে রাখতে হবে।

ক্যাপ্টেন হাসিব হাসান খান (অব:) বলেন, ভিডিও নজরদারির মাধ্যমে গতিসীমা রেকর্ড করা হবে। নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে মামলা করা হবে। বেপরোয়া গতিতে যান চলাচল করলে এবং একই গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন শনাক্ত হলে ভবিষ্যতে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

তিনি বলেন, সুশৃঙ্খল ট্রাফিক কার্যক্রম বজায় রাখতে সবসময় নির্ধারিত লেনের মধ্যে গাড়ি চলাচল করতে হবে। সুনির্দিষ্ট কারণ ছাড়া লেন পরিবর্তন করা হলে ওই গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্সপ্রেসওয়েতে গাড়ি থামানো বা পার্কিং করা যাবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যান চলাচলে গাড়ি বা মেশিনারিজ ত্রুটি বা অন্য যে কোনো সমস্যা দেখা গেলে জরুরি লেনে যেতে হবে এবং দ্রুত এক্সপ্রেসওয়ের নির্ধারিত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। টোল প্লাজা, টোল সংগ্রহের বুথ, লেন এবং এর এক্সপ্রেসওয়ের অবকাঠামোগত যে কোনো ক্ষতির জন্য যানবাহনের মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এছাড়া উন্মুক্ত যান, অতিরিক্ত কালো ধোঁয়া নির্গত করে এমন যানবাহন, যাত্রীরা দাঁড়িয়ে যাতায়াত করে এমন খোলা যানবাহন, নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে অনুপযুক্তভাবে সুরক্ষিত পণ্যবাহী যান চলাচল কর্তৃপক্ষ নিষিদ্ধ ঘোষণা করবেন।

এক্সপ্রেসওয়েতে যাত্রী নামানো সম্পূর্ণ নিষেধ। কোনো যাত্রীবাহী বাস অথবা অন্য কোনো যানবাহন যদি এক্সপ্রেসওয়েতে যাত্রী নামান তাহলে ওই গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটা যানবাহন একটির সঙ্গে আরেকটির নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

এক্সপ্রেসওয়েতে ২৪ ঘণ্টা টহল অফিসার এবং নিরাপত্তাকর্মী যে কোনো সহযোগিতায় নিয়োজিত থাকবেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৫

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test