E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন’

২০২৫ ফেব্রুয়ারি ১০ ২৩:৪১:০৩
‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন’

স্টাফ রিপোর্টার : ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই রাখা ও বিক্রির অভিযোগে একুশে বইমেলায় ‘সব্যসাচী’ নামে একটি স্টল ভাঙচুর করেছেন বিক্ষুব্ধরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

অন্যদিকে রাত সাড়ে ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন’ শীর্ষক একটি পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

পোস্টটি বইমেলার ঘটনাকে কেন্দ্র করে দেওয়া কি না, সেটি স্পষ্ট নয়। তবে উপদেষ্টা পোস্টটিতে বলেছেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোন অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া।

কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।

তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহম্মকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে।

জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা- যুলুম করবেন না, যুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!’

উল্লেখ্য, ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই বিক্রির অভিযোগে বইমেলায় কিছু লোকজন একটি স্টল ভাঙচুর করেছেন বলে সংবাদ পাওয়া যায়। সন্ধ্যার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে মেলায়। শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test