E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে ঢাকার ‘অস্বাস্থ্যকর’ বাতাস

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৫:২৭:২৫
স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে ঢাকার ‘অস্বাস্থ্যকর’ বাতাস

স্টাফ রিপোর্টার : আজ ২০৪ একিউআই স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। আর তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৮১ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩৩৪ স্কোর নিয়ে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে সাভারের হেমায়েতপুরে। এলাকাটিতে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

এ সময় ইস্টার্ন হাউজিং (২৯৬), শান্তা ফোরাম (২৩৫), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২১৬), কল্যাণপুর (২১২) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ঢাকার মার্কিন দূতাবাস (১৯৯), পশ্চিম নাখালপাড়া (১৯৭), গুলশান লেক পার্ক (১৮৬), পীরেরবাগ রেললাইন (১৮৬), মহাখালীর আইসিডিডিআরবি (১৮৪) এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয় ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে। এটি বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত।
(ওএস/এএস/১৫ ফেব্রুয়ারি, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test