E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘তারুণ্যের পুষ্টির গুণাগুণের খাদ্যাভাস উন্নত ও সচেতন হবে’

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৩:১৮:১০
‘তারুণ্যের পুষ্টির গুণাগুণের খাদ্যাভাস উন্নত ও সচেতন হবে’

স্টাফ রিপোর্টার : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য তারুণ্যের উৎসবে মাধ্যমে পুষ্টির পরিস্থিতি উন্নয়ন ও দেশের মানুষের পারিবারিক খাদ্যাভাস উন্নত বৃদ্ধি পাবে। শিশুর খাদ্যের শক্তি এবং সকল বয়সের মানুষের মধ্যে পুষ্টি সমৃদ্ধির ঘটবে বলে বান্দরবানের থানচিতে তারুণ্যের উৎসবে পিঠা উৎসব ও পুষ্টির মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিব হাসান চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পাহাড়ের ঐতিহ্যবাহী পিঠার তৈরির ও পুষ্টির গুণাগুণ সম্পর্কে ধারণা এবং সুস্বাস্থ্য ও পুষ্টির জন্য দৈনন্দিন সমৃদ্ধ বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন খাদ্যের বিষয়ে দক্ষতা এবং সচেতনতা সৃষ্টির হবে। খাদ্য নির্বাচন, প্রস্তুতকরণ, খাদ্য গ্রহণ এবং খাদ্য সংরক্ষণ ইত্যাদি সব বিষয়ে ফলিতপুষ্টি বিষয়ক জ্ঞানকে প্রধান্য দিতে হবে। এতে পারিবারিক খাদ্যাভ্যাস উন্নত হওয়ার পাশাপাশি পুষ্টি পরিস্থিতি উন্নয়নেও সাহায্য করবে।

বুধবার (১৯ ফেব্রুয়াির) সকালে সাড়ে ১১টায় দিকে সাঙ্গু সেতু ত্রি-মুখীনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরে আয়োজনে দিনব্যাপী তারুণ্যের উৎসবে পিঠা উৎসব ও পুষ্টির মেলা অনুষ্ঠিত হয়েছে। পুষ্টির মেলায় বিএনকেএস এনজিও সংস্থার ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের পুষ্টিস্থলে পাহাড়ের বিভিন্ন পুষ্টিকর খাবার, পিঠা ও পুষ্টিকর উপকরণগুলো বিক্রি করে তারুণ্যের উৎসবের অংশগ্রহণ করছেন।

এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ওসি নাছির উদ্দিন মজুমদার, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোজাহিদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), মহিলা বিষয়ক সহকারী অফিসার মোঃ এমরান হোসেন প্রমূখ।

এছাড়াও উপজেলা প্রকল্প কর্মকর্তা পিআইও মুশফিকুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জমির উদ্দিন চৌধুরী ও সাংবাদিক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও সংস্থার কর্মীবৃন্দ ও গণমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/২০ ফেব্রুয়ারি, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test