E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চীনে যায়নি নাগরিক কমিটির কোনো প্রতিনিধি

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৩:৫৩:২৫
চীনে যায়নি নাগরিক কমিটির কোনো প্রতিনিধি

স্টাফ রিপোর্টার : চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে নাগরিক কমিটির কোনো প্রতিনিধি সফরে অংশগ্রহণ করেনি। এ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্য চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি ডেলিগেশনের সঙ্গে চীন সফরে যাচ্ছেন।

এতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে জানাতে চায়, কমিটি এই বিষয়ে অবগত নয় এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির পক্ষে কেউ এই ডেলিগেশনে অংশগ্রহণ করছেন না বা কমিটির প্রতিনিধিত্ব করছেন না।

জাতীয় নাগরিক কমিটি আরও স্পষ্ট করতে চায় যে, সংগঠনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই যদি কেউ জাতীয় নাগরিক কমিটির নাম ব্যবহার করে ডেলিগেশনে যোগ দেয় বা কোনোভাবে কমিটির প্রতিনিধিত্ব করার দাবি করে, তবে তা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং এর সঙ্গে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পর্ক নেই।

জাতীয় নাগরিক কমিটি জানায়, এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে, তাহলে যাচাই করে নিশ্চিত হওয়ার পরই যে কোনো পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব মহলকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।

এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে যে প্রতিনিধিদল চীন সফর করছে তাতে আছেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কমিটির যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। তারা দুজনই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, তারা জানাকের প্রতিনিধি হিসেবে ডেলিগেশনে যাচ্ছেন না। বিভিন্ন মিডিয়াতে বিষয়টি ভুলভাবে এসেছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test