E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৪০ গাড়িতে ডাকাতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত

২০২৫ মার্চ ০১ ১৮:২৭:২৭
৪০ গাড়িতে ডাকাতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত

স্টাফ রিপোর্টার : সড়কে গাছ ফেলে পাবনায় ৪০ গাড়িতে ডাকাতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অতিরঞ্জিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। পুলিশ প্রশাসনের বরাত দিয়ে আজ শনিবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে ৪০ গাড়িতে ডাকাতির ঘটনাটি অতিরঞ্জিত। এ ঘটনা সম্পর্কে পাবনা জেলার সাঁথিয়া থানা পুলিশ একটি বিবৃতি দিয়েছে।

সেখানে বলা হয়, শুক্রবার দিনগত রাতে সাঁথিয়া থানাধীন করমজা ইউনিয়নে গাছ ফেলে সাঁথিয়া টু বেড়া পাকা রাস্তা বন্ধ করে অজ্ঞাতনামা ডাকাতেরা একটি সাদা রংয়ের হাইস গাড়ি আটক করে। এরপর তারা গাড়িতে থাকা ৫ যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৯০ গ্রাম স্বর্ণ (৭ ভরি ১৪ আনা), একটি ল্যাপটপ, একটি আইপ্যাড, একটি ছোট লাগেজ, ডায়মন্ড ও একটি নাকফুল, ৫০২ দিনার (বৈদেশিক মুদ্রা) ও নহদ ৫০ হাজার টাকা ছিনতাই করে।

এ সময় ডাকাতরা একজন সিএনজিচালক ও এক মোটরসাইকেল চালকের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। পরে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

(ওএস/এসপি/মার্চ ০১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test