E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঁদ দেখা গেছে, রোজা শুরু রবিবার

২০২৫ মার্চ ০১ ২৩:২০:০৬
চাঁদ দেখা গেছে, রোজা শুরু রবিবার

স্টাফ রিপোর্টার : ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মা‌সের চাঁদ দেখা গে‌ছে। রবিবার থে‌কে শুরু হ‌চ্ছে রমজানের প্রথম রোজা। ২৭ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

শ‌নিবার (১ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনু‌ষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শে‌ষে এ ঘোষণা দেন কমিটির সভাপ‌তি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তি‌নি দেশবাসী‌কে মা‌হে রমজা‌নের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ‌যথাযথ মর্যাদায় সিয়াম সাধনার আহ্বান জানান।

১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মা‌সের চাঁদ দেখা যাওয়ায় শ‌নিবার রা‌তে এশার নামা‌জের পর তারা‌বিহ শুরু হ‌বে। আর রোজা রাখতে শেষ রাতে খেতে হবে সাহরি।

পবিত্র রমজান মা‌সের চাঁদ দেখা যাওয়ায় ধর্মপ্রাণ মুসলমানরা ‌সিয়াম সাধনার প্রস্তু‌তি শুরু ক‌রে‌ছেন। তারা‌বিহ’র নামা‌জের জন‌্য মস‌জিদে মস‌জি‌দে সাজসাজ রব। মুস‌ল্লি‌দের অংশগ্রহণসহ বাড়‌তি আ‌য়োজন ক‌রা হ‌য়ে‌ছে।

বায়তুল মোকাররম জাতীয় মস‌জিদসহ অনেক ম‌সিজ‌দে অনু‌ষ্ঠিত হ‌বে খত‌মে তারা‌বিহ। আর ভালভা‌বে সাহ‌রি-ইফতা‌রির জন‌্য রোজার বাজারও সে‌রে‌ছেন আগেভা‌গে অনেকে।

এক‌দিন আগে চাঁদ দেখা যাওয়ায় সৌ‌দি আর‌বসহ মধ‌্যপ্রাচ্যে শ‌নিবার থে‌কে রোজা রাখা শুরু ক‌রে‌ছেন।

(ওএস/এএস/মার্চ ০১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test