E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘তথ্য-উপাত্ত বলছে অপরাধ কমেছে’

২০২৫ মার্চ ০৩ ১৯:১০:১০
‘তথ্য-উপাত্ত বলছে অপরাধ কমেছে’

স্টাফ রিপোর্টার : দেশে নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ দেখছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তার দাবি, দেশে অপরাধের পরিমাণ আগের চেয়ে কমেছে।

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট নাম থাকবে না, সে রকম কোনো সিদ্ধান্ত হয়নি। রাজধানীতে ছিঁচকে চুরি, ছিনতাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। প্রতিদিনই ছোটখাট কিছু ঘটলেও, নিরাপত্তাহীনতার বড় কোনো কারণ নেই। তথ্য-উপাত্ত দেখলে কিন্তু বোঝা যায় অপরাধ কমেছে।’

বিধ্বস্ত পুলিশ বাহিনী দিয়ে কাজ শুরু করতে হয়েছে জানিয়ে নাসিমুল গনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর বা কোমল হবার কিছু নেই, যতটুকু প্রয়োজন তটটুকুই প্রয়োগ করা হচ্ছে। যেভাবে চলছিল সেভাবেই চলবে। রোজা এবং ঈদকে সামনে রেখে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্র সচিব বলেন, ‘নাগরিক হিসেব অন্যের অধিকারকে সম্মান জানাতে হবে। মবে উস্কানি দিচ্ছে কেউ কেউ। লালমাটিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে হয়রানির ঘটনা নিয়ে বিশেষ কোনো নির্দেশনা কেন দিতে হবে, সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।’

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ‘ছুটির দিনেও বসে নেই। ১২-১৪ ঘণ্টা কাজ করছে বাহিনীর লোকগুলো। চেষ্টার কোনো ত্রুটি নেই। সামনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।’

(ওএস/এসপি/মার্চ ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test