E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এশিয়ার তিনটি নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করছে এমিরেটস

২০২৫ মার্চ ০৪ ১৮:২৬:২৪
এশিয়ার তিনটি নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করছে এমিরেটস

বিশেষ প্রতিনিধি : এমিরেটস এয়ারলাইন তার বৈশ্বিক নেটওয়ার্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে এশিয়ার নতুন তিনটি গন্তব্যে ফ্লাইট পরিচালনার করার সিদ্ধান্ত নিয়েছে। ১ জুলাই ২০২৫ দুবাই থেকে চীনের শেনঝেনে দৈনিক বিরতিহীন ফ্লাইট  চলাচল করবে। এছাড়াও ২ জুন ২০২৫ থেকে ভিয়েতনামের ডা-নাং এ সপ্তাহে চারটি এবং ৩ জুন ২০২৫ থেকে কম্বোডিয়ার সিয়েম রীপে তিনটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালিত হবে। এই ফ্লাইটগুলো ভায়া ব্যাংকক চলাচল করবে। এমিরেটস এর মিডিয়া উইং প্রেরিত এক প্রেসবিজ্ঞপিতে নতুন গন্তব্যে ফ্লাইট শুরুর খবর জানিয়েছে।

নতুন গন্তব্য গুলোতে ফ্লাইট চালু হলে এশিয়ার ২৪টি গন্তব্যে এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ২৬৯টি তে উন্নীতে হবে। উল্লেখ্য, শেনঝেন চীনের মূল ভূখন্ডে এমিরেটসের চতুর্থ গেটওয়ে, ডা-নাং ভিয়েতনামের তৃতীয় এবং সিয়েম রীপ কম্বোডিয়ায় দ্বিতীয়।

২০০২ সালে সাংহাইয়ে ফ্লাইট শুরুর মাধ্যমে এমিরেটস প্রথম এয়ারলাইন হিসেবে মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের মুল ভূখন্ডকে সরাসরি ফ্লাইটের মাধ্যমে যুক্ত করে। বর্তমানে এয়ারলাইনটি বেইজিং, সাংহাই এবং গুয়াংজুতে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করছে। এমিরেটস প্রতি সপ্তাহে চীনের মূল ভূখন্ড থেকে দুই হাজার টন কার্গো পরিবহণ করে থাকে।

ডা-নাং, ভিয়েতনামে এমিরেটসের তৃতীয় গন্তব্য। বর্তমানে হ্যানয় এবং হো চি মিন সিটিতে নিয়মিত চলাচল করছে এয়ারলাইনটি। প্রতি সপ্তাহের সোম, বুধ, শুক্র ও রবিবার ভায়া ব্যাংকক ফ্লাইটটি পরিচালিত হবে।

অন্যদিকে, কম্বোডিয়ার সিয়েম রীপে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ভায়া ব্যাংকক ফ্লাইট পরিচালনা করা হবে।

এমিরেটসের ২৪টি কোডশেয়ার এবং ইন্টারলাইন পার্টনার চুক্তির অধীনে ভায়া শেনঝেন, ডা-নাং, সিয়েম রীপ অথবা ব্যাংকক যাত্রীরা বিভিন্ন গন্তব্যে সুবিধাজনকভাবে ভ্রমণ সুবিধা পাবেন।

(এসকেকে/এসপি/মার্চ ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test