E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাজার মনিটরিং ও ফুটপাত নিয়ন্ত্রণে ডিএমপির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অভিযান

২০২৫ মার্চ ০৫ ১৯:০৮:১৩
বাজার মনিটরিং ও ফুটপাত নিয়ন্ত্রণে ডিএমপির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের অভিযান

স্টাফ রিপোর্টার : রাজধানীর হাজারীবাগ এলাকায় বাজার মনিটরিং ও ফুটপাত দখল মুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বেড়িবাঁধ সেকশন, ফলের আড়ৎ, হাজারীবাগ বাজার, ট্যানারী মোড় ও ঝিগাতলা সহ বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এবং বাজার ঘুরে  বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র মাছ, মাংস, ও ফল সবজির দাম যাচাই বাছাই করা হয়, অতিরিক্ত দামে পন্য বিক্রির হচ্ছে কিনা সেই ব্যাপারে কঠোর নজরদারি করতে দেখা যায়।

আজ বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এই অভিযান। অভিযান পরিচালনা করেন রমনা বিভাগের মেট্রোপলিটন জুডিসিয়াল স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান আহমেদ।

তিনি বলেন, বাজারে কোনো ধরনের সিন্ডিকেট করে যেনো অতিরিক্ত দামে পন্য বিক্রি না হয় আমরা সেই দিকে নজর রাখছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। কিছু অসাধু ব্যাবসায়ী ফুটপাত দখল করে এবং রাস্তা সংকুচিত করে একধরনের দখল বানিজ্য চালাচ্ছে। সাধারণ জনগণ নিরাপদে চলাচল করার লক্ষ্যে আজকের এই অভিযান এবং এই অভিজান ডিএমপিতে অব্যাহত থাকবে।

এসময় ফুটপাত দখল করায় চার জনকে আটক করা হয়। পরবর্তীতে ফুট-পাত দখল না করার কথা জানিয়ে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই এলাকায় দীর্ঘদিন যাবত রাস্তা সংকুচিত করে বিভিন্ন ধরনের ব্যবসা করে এসেছিলেন, এদের বার বার, সতর্ক করলেও আমলে না নেয়ার কারণে আজকে এই অভিযানের আওতায় আনা হয়। পরবর্তীতে এই অভিযান চলমান থাকবে এবং প্রতি সপ্তাহে একদিন হলেও এই অভিজান অব্যাহত থাকবে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।

(এস/এসপি/মার্চ ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test