E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হিযবুত তাহরীরের সমাবেশ ঘিরে বায়তুল মোকাররমে কড়া নিরাপত্তা

২০২৫ মার্চ ০৭ ১৪:৩৬:২৪
হিযবুত তাহরীরের সমাবেশ ঘিরে বায়তুল মোকাররমে কড়া নিরাপত্তা

স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ডাকা ‘মার্চ ফর খিলাফা’ সমাবেশ ঘিরে রাজধানীর জাতীয় বায়তুল মোকাররম মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, ডিবি, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (৭ মার্চ) সরেজমিনে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদ এলাকার উত্তর গেটে দেখা যায় র‍্যাব, পুলিশ ও ডিবির সদস্যদের উপস্থিতি। মসজিদে ছিল মুসল্লিদের উপস্থিতি চোখে পরার মতো। এ সময় মুসল্লিদের গেট দিয়ে প্রবেশের সময় নিরাপত্তার জন্য ব্যাগও তল্লাশি করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এছাড়াও উত্তর গেটের তুলনায় দক্ষিণ গেটে বেশি নিরাপত্তাসহ প্রতিটা গেটে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের চিত্র দেখা গেছে।

মসজিদে আগত মুসল্লি সাইদ জানান, বেশ কয়েক মাস এ ধরনের ব্যবস্থা দেখিনি। জানি না কেনো এখন তৎপর তারা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য তাদের উপস্থিতিও দরকার।

দায়িত্বরত এসআই সাইফুর বলেন, আমরা সবাই অ্যালার্ট আছি। সবার ব্যাগ চেক করে ভেতরে প্রবেশ করাচ্ছি। যে কোন ধরনের সমস্যার মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।

এদিকে, আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করে হিযবুত তাহরীরের কিছু সদস্য। তারা অনুষ্ঠান সফল করতে বায়তুল মোকাররম এলাকায় জমায়েত হওয়ার আহ্বান জানায়।

এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইউনিট।

(ওএস/এএস/মার্চ ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test