ঈদ মিছিলে নাসিরুদ্দিন হোজ্জার পাপেট নিয়ে নানা আলোচনা
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : দীর্ঘদিন পর রাজধানী ঢাকায় ঈদুল ফিতর উপলক্ষে এমন একটি আনন্দ মিছিল আয়োজন করা হয়েছে, যেখানে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলার সুলতানি-মুঘল আমলের নানা ঐতিহ্যকে। আনন্দ মিছিলে গাধার পিঠে বসে থাকা লোককথার চরিত্র নাসিরুদ্দিন হোজ্জার একটি পাপেট বা প্রতিকৃতিও স্থান পায়। সেই প্রতিকৃতিটির ছবি সোমবার (৩১ মার্চ) ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ফেসবুকে ছবিটি শেয়ার করে অনেককে নানা ধরনের মন্তব্য ও হাস্যরস করতেও দেখা গেছে। কেউ কেউ আবার গাধার পিঠে নাসিরুদ্দিন হোজ্জার বসে থাকার সঙ্গে ঈদের সংস্কৃতির মিল কোথায় তা নিয়েও প্রশ্ন তোলেন।
পাপেটটিতে মূলত বিজ্ঞ দার্শনিক নাসিরুদ্দিন হোজ্জাকে উপস্থাপন করা হলেও, ফেসবুক পোস্টে অনেককে মন্তব্য করেছেন, এটি দেখতে অনেকটা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মতো।
এ বিষয়ে পাপেটের শিল্পী বিবিসিকে বলেন, নাসিরুদ্দিন হোজ্জা ও জামায়াতের আমির শফিকুর রহমান একই ব্যক্তিত্বের লোক না।
পাপেট শিল্পী ও আয়োজকরা বলছেন, মূলত বাংলা সাহিত্য ও মুসলিম সংস্কৃতির ইতিহাস- ঐতিহ্যকে তুলে ধরতেই আয়োজনে 'হোজ্জা' চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে ওই পাপেটে। এটি মূলত শিশুদের বিনোদনের উদ্দেশ্যেই বানানো হয়েছে।
সোমবার সকালে ঢাকার শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
আনন্দ মিছিলের অগ্রভাগে দুই সারিতে ছিল আটটি সুসজ্জিত ঘোড়া। আরও ছিল ১৫টি ঘোড়ার গাড়ি, আর ছিল মোগল ও সুলতানি আমলের ইতিহাস সংবলিত ১০টি পাপেট শো।
আর এই পাপেট শো আনন্দ মিছিলে আসা মানুষের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে, বিশেষ করে এ নিয়ে শিশুদের উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি। পাপেট হিসেবে আরব্য রজনীর পরিচিত আর বিখ্যাত চরিত্র কিংবা বাচ্চাদের কাছে জনপ্রিয় এমনসব চরিত্র ঠাঁই পেয়েছে। বড় বড় পাপেট হিসেবে দেখা গেছে আলাদীন, আলী বাবা-চল্লিশ চোর, আর নাসিরুদ্দিন হোজ্জার মতো চরিত্র।
নাসিরুদ্দিন হোজ্জা জনপ্রিয় দার্শনিক এবং বিজ্ঞ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কেউ কেউ তাকে মোল্লা নাসিরুদ্দিন নামেও চিনতেন। তার হাস্যরসাত্মক গল্প এবং উক্তিগুলোই তাকে বইয়ের পাতা থেকে মানুষের জীবনে প্রাসঙ্গিক করে স্মরণীয় চরিত্র করে রেখেছে। শত শত বছর ধরে মানুষ গল্পে বা উপদেশ দিতে মোল্লা নাসিরুদ্দিন হোজ্জার উদাহরন দেয়।
ফলে ঈদ আনন্দ মিছিলে হোজ্জার পাপেট দেখে শিশুরা আনন্দিত হয়েছে নিঃসন্দেহে। কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষদেরও সেটি কম বিনোদন দেয়নি। ফলে ফেসবুকে এটি নিয়ে নানা রকম আলোচনা এখনও চলছে।
হোজ্জা পাপেটের মূল শিল্পী জগন্নাথ বিশ্ববিদ্যালয়র শিক্ষক সহকারী অধ্যাপক জাহিদুল হক এ বিষয়ে বলেন, নাসিরুদ্দিন হোজ্জার পাপেট ক্যারেক্টরটি বানানোর জন্য ছবিটি নেওয়া হয়েছিল একটি আরবি বইয়ের প্রচ্ছদ থেকে। প্রচ্ছদের সাথেই নির্মিত ওই পাপেটটির চেহারার অনেক মিল রয়েছে।
সহকারী অধ্যাপক হক বলেন, নাসিরুদ্দিন হোজ্জা ও জামায়াত আমির একই ধরনের ব্যক্তিত্বের লোক না। হয়তো এখানে পোশাকের কারণে এক ধরনের মিল পাওয়া গেছে। এটা এক ধরনের কাকতাল। গায়ের কালো কোট, লাল জুতা, সাদা পাগড়ি সব ওটার সাথেই যায়। তবে, জামায়াত আমিরের সাথে কিছু মিল পাওয়া গেলেও, সেটি যে ইচ্ছাকৃতভাবে ওনাকে হেয় করার চেষ্টা করা হয়েছে, বিষয়টি একদমই এমন না।
তিনি বিবিসি বাংলাকে আরবি বইয়ের প্রচ্ছদের সেই ছবিটি সরবারহ করেছেন, যার আদলে বানানো হয়েছিল হোজ্জার ওই পাপেটটি।
একই রকম মনে হলেও বা কাউকে নাসিরুদ্দিন হোজ্জার মতো লাগলেও, সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
জাহিদুল হক বলেন, আমাদের পরিকল্পনার সময় হাতি ঘোড়াসহ বিভিন্ন কিছু ছিল। কিন্তু আমরা পরে চিন্তা করলাম, শিশুদের জন্য কোন কিছু করা যায় কী না। সেই জায়গা থেকে আরব্য রজনী কিংবা বাচ্চাদের প্রিয় কিছু চরিত্র আমরা যুক্ত করতে চেয়েছিলাম। সেই চিন্তার জায়গা থেকে আলাদীন, আলী বাবার চল্লিশ চোর, নাসিরুদ্দিন হোজ্জার মতো শিশুদের প্রিয় চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এটা শুধুই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য করা হয়েছে। এখানে বার্তা দেওয়ার কোন বিষয় ছিল না।
তবে সহকারী অধ্যাপক হক বলেছেন, পাপেট তৈরির সার্বিক তত্ত্বাবধানে তিনি থাকলেও প্রতিটি পাপেট তিনি নিজ হাতে বানাননি।
এ বিষয়ে এই আয়োজনটির মূল দায়িত্ব ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বাংলা সাহিত্যেও নাসিরুদ্দিন হোজ্জা চরিত্র এসেছে। এটা একটি মেটাফোরিক কারেক্টর। বাচ্চারা এসব পছন্দ করে। যে কারণে এটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি।
এজাজ আরও বলেন, পুরো এই আয়োজনটিকে ঢাকাবাসী ইতিবাচকে নিয়েছে। এটাকে ক্রিটিকালি না দেখে ইতিবাচক হিসেবেই নিয়েছে বেশিরভাগ মানুষ।
এখানে সমালোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
সংস্কৃতি মন্ত্রণালয় বলছে, এবার ঈদের নানা আয়োজন বাংলাদেশে নতুন এক ইতিহাসের সাক্ষী।
সূত্র : বিবিসি বাংলা
(ওএস/এসপি/এপ্রিল ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘নির্বাচন নিয়ে টালবাহানা মেনে নেয়া হবে না’
- জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
- শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- ‘শেখ হাসিনা হয়ে গেছে ওসামা বিন লাদেনের খালাত বোন’
- মাছের সাথে এ কেমন শত্রুতা
- নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল গ্রেফতার
- গায়ে আগুন লাগিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
- ময়মনসিংহে মহান মে দিবস উপলক্ষে বনার্ঢ্য র্যালি
- পাকিস্তানের পক্ষ নিয়েছে চীন, কড়া হুঁশিয়ারি
- কুষ্টিয়ায় তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
- নড়াইলে খাস জমির গাছ চুরি করে বিক্রির অভিযোগ
- ‘বৈবাহিক জীবনে ‘ধর্ষণ’ শব্দের প্রয়োগ অবমাননাকর’
- ‘সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য’
- নানা আয়োজনে কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত
- ফরিদপুরে এনসিপির কমিটি গঠনের দায়িত্বে মহিলা আ.লীগের সভাপতির মেয়ে দোলা
- জবরদখলকৃত জমি ফিরে পাওয়ার দাবিতে পুলিশ সুপারের কাছে অভিযোগ
- ঈশ্বরদীতে মহান মে দিবস পালিত
- সাতক্ষীরায় মহান মে দিবস পালিত
- আগৈলঝাড়ায় দুই গ্রুপের হামলা সংঘর্ষে আহত ১০, গ্রেফতার ২
- ভারত-পাকিস্তান উত্তেজনায় ঝুঁকিতে বাংলাদেশ
- কৃষক মরছে মাঠে, ফড়িয়া হাসছে হাটে!
- ভারত শীঘ্রই আঘাত হানছে?
- শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি
- রাজধানীতে বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার চুরি, গ্রেফতার ৫
- সোনারগাঁয়ে এক ব্যক্তির আত্মহত্যা
- নড়াইলে বীর মুক্তিযোদ্ধা খুন, আহত ১০
- ভারতীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন চায় জাগপা
- ‘আমি বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না’
- পুলিশ ইন্সপেক্টরের কাছে চাঁদা দাবির অভিযোগ
- ঝিনাইদহে ঐতিহাসিক বদর দিবস উদযাপন
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- ধামরাইয়ে বণার্ঢ্য আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত
- ‘অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না’
- ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জাসদের বৈঠক
- ঈদে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে টানা ৯ দিন
- রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
- নড়াইলের পথে-প্রান্তরে দৃষ্টিনন্দন জারুলের বর্ণচ্ছটা
- জন্ম নিবন্ধন শেষে পাসপোর্টের অপেক্ষায় সামিত
- মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা: নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে
- ঋণের প্রলোভনে ২০ লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তা ‘ঊষার আলো ফাউন্ডেশন’
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৮ তম মৃত্যুবার্ষিকী রবিবার
- সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার
- বাশার হত্যা মামলায় শুটার রানা গ্রেপ্তার
- পাংশায় নানা আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত