সাংবাদিকদের চাকরিচ্যুতি ও সংস্কৃতিকর্মীদের নামে হত্যাচেষ্টা মামলায় আসকের উদ্বেগ
স্টাফ রিপোর্টার : বেসরকারি টেলিভিশনের তিন সাংবাদিককে চাকরিচ্যুত করা, জুলাই গনঅভ্যুত্থান মামলায় ৪ জেলায় কমপক্ষে ১৩৭ জন সাংবাদিককে আসামি এবং সাংস্কৃতিককর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
এতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যাচ্ছে, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন আসে, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার ইউনেস্কো স্বীকৃতি, শোভাযাত্রায় বিগত সরকারের প্রধানমন্ত্রীর মুখাকৃতির আদলে মুখোশ এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে। প্রশ্নোত্তরের এই পর্ব অনেকটা বাহাসে পরিণত হয়। এ ঘটনার পর একটি ফেসবুক পেজে সংবাদ সম্মেলনের প্রশ্ন ঘিরে সংশ্লিষ্ট তিন টেলিভিশন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া ওই পেজ থেকে আরেকটি পোস্ট করে বলা হয়— এই তিন সাংবাদিকের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে ‘মার্চ টু দীপ্ত টিভি, চ্যানেল আই, এটিএন বাংলা’। এর পরপরই তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনা ঘটে।
অপরদিকে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যাচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে দায়ের হওয়া ৩২টি ফৌজদারি মামলায় অন্তত ১৩৭ জন সাংবাদিককে আসামি করা হয়েছে। এমনকি সাংবাদিকদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনেও মামলা করা হয়েছে। অথচ গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছিল, ২০২৪ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এ সংক্রান্ত সংবাদ বেরিয়েছিল। কমিটি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ করবে এবং সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করবে। অথচ কমিটি গঠনের পরেও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হতে দেখা যাচ্ছে। এছাড়া কমিটি গঠনের পূর্বেকার মামলাগুলোর বিষয়েও কোনও ধরনের পদক্ষেপ স্পষ্ট নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনও সমাজের সৌন্দর্য হলো নাগরিকের মৌলিক অধিকারের স্বীকৃতি। আর তা আইন দ্বারা অথবা প্রভাব বিস্তার দ্বারা সেই অধিকার খর্ব করার মতো ঘটনা যখন ঘটে, তখন সেটা নিপীড়ন বলে বিবেচিত হয়। বাংলাদেশের সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদ বলে বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়। স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের মামলা কিংবা চাকরিচ্যুতির ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। আইন ও সালিশ কেন্দ্র (আসক) গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে এবং যেকোনও সাংবাদিককে হয়রানি, নির্যাতন ও গনমাধ্যমের স্বাধীনতার কোনও ধরনের চাপ, কিংবা হস্তক্ষেপের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মনে করে। এ ধরনের ঘটনা সাংবাদিকদের নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
এ ছাড়া এ ধরনের ঘটনার প্রভাব সুদূরপ্রসারী এবং জবাবদিহি সংকুচিত করে তোলে। এখানে উল্লেখ্য যে, গত দুই যুগে পেশাগত দায়িত্ব পালনের সময় কিংবা এর সূত্র ধরে যেসব সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের একজন সাংবাদিকেরও হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি, কিংবা শাস্তি নিশ্চিত করা যায়নি। আর নিপীড়নের শিকার হয়েছেন— এমন সাংবাদিকের জন্য কোনও ধরনের প্রতিকার ব্যবস্থা নেওয়ার নজিরও বিরল। পেশাগত কাজে সাংবাদিকদের সুরক্ষা প্রদান গণমাধ্যমের স্বাধীনতার অন্যতম পূর্বশর্ত। এখনও পেশাগত কর্মে নিয়োজিত সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছে। দুঃখজনক হলেও সত্য এখনও সাংবাদিকতা পেশাটি আক্ষরিক অর্থে স্বাধীন কিংবা চাপমুক্ত হতে পারেনি। সরকারকে দ্রুত সাংবাদিকতার অধিকার সুরক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আসক জানায়, সংস্কৃতিকর্মীদের বিরুদ্ধেও হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে, যা সত্যিকার অর্থেই সংস্কৃতিকর্মীদের প্রতি বিরূপ, বিদ্বেষমূলক আচরণ এবং তাদের মধ্যে ভীতি সঞ্চারের চেষ্টা বলেই বিবেচিত হয়। সম্প্রতি সময়ে আমরা লক্ষ্য করেছি, চলচ্চিত্র ও নাট্য অভিনয় শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানে যোগদানে বাধা প্রদানের ঘটনা ঘটেছে, এমনকি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনও ধরনের পদক্ষেপ নিতেও দেখা যায়নি। বরং বেআইনি ‘মব’ তৈরি করে নাগরিকের মর্যাদাহানি ও স্বাধীন চলাফেরায় হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকায় একজন অভিনয়শিল্পীকে বেআইনি ‘মব’ কর্তৃক আক্রান্ত হতে দেখা গিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের বেআইনি ‘মব’ সচেতন নাগরিকদের হতাশ ও উদ্বিগ্ন করে তুলছে। পরিস্থিতি উত্তরণে সরকারের পদক্ষেপ যথেষ্ঠ বলে দৃশ্যমান নয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, এ ধরনের ঘটনা সুশাসন ও মানবাধিকারের পরিপন্থি।
(ওএস/এসপি/এপ্রিল ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- যশোরে মিনি বাস মালিক সমিতির সম্পাদকের পদত্যাগ, উত্তেজনা
- বুয়েটের কনসার্ট থেকে বাদ নিয়ে যা বললেন ন্যান্সি
- মিরাজের নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
- ফিরে দেখা, ঘুরে দেখা
- ‘আমরা ক্ষমতায় গেলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে’
- সাংবাদিকদের চাকরিচ্যুতি ও সংস্কৃতিকর্মীদের নামে হত্যাচেষ্টা মামলায় আসকের উদ্বেগ
- ‘নারী সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী’
- ‘কলিজা টানি ছিড়ি ফেলবো, একবারে টানি ছিড়ি ফেলবো, চেনো বিএনপিক’
- দোকানের বারান্দায় পড়েছিলো যুবকের মরদেহ
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিষ্কার দাবিতে মানববন্ধন সংবাদ সম্মেলন
- শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- দেশের জ্বালানি শক্তি নীতিমালা সংস্কার দাবিতে মানববন্ধন
- প্যারোলে মুক্তি চান দীপু মনি
- নড়াইলে চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যা, ভাইয়ের যাবজ্জীবন
- নাশকতা মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
- ফুটপাত দখলমুক্ত করে প্রশংসায় ভাসছেন ইনচার্জ কমর উদ্দীন
- নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেফতার
- ঝিনাইদহে চাকরি মেলা, প্রত্যশীদের ভিড়
- শেখ হাসিনার পরিবারের পাঁচ সদস্যের বাড়ি-জমি জব্দের আদেশ
- ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত, আহত ১০
- চিন্ময় কৃষ্ণ দাসের জামিনাদেশ স্থগিত
- সাতক্ষীরায় ২০ লক্ষাধিক টাকার সোনার বার উদ্ধার
- ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
- সাতক্ষীরায় বাইপাস সড়কের পাশে ব্যাগ ভর্তি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- শ্যামনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- ‘দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার’
- ২ বছর পর ফিরছে ‘ঢাকা রক ফেস্ট’
- ‘যারা পরাজিত হয়েছেন, তাদের মতামতগুলোও আমরা নেবো’
- নড়াইলে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৩০
- ‘নির্বাচিত সরকার এলে অস্থিতিশীলতা দূর হবে’
- জামালপুরে ওভারপাস নির্মাণে উচ্ছেদকৃত ব্যবসায়ীরা ক্ষতিপূরণ চায়
- বৈশাখ এলেই প্রাণ ফিরে পায় বিলুপ্তপ্রায় মৃৎশিল্প
- ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাল
- দিনাজপুরে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানকে মারধর, মহাসড়ক অবরোধ
- কুষ্টিয়ায় চোর সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা
- পঞ্চগড়ে বর্ষবরণে প্রস্তুতি সভা
- পাচার করা অর্থ ফেরত আনার নতুন উদ্যোগ: আপোসরফা
- শপথ নিলেন অভিনয় শিল্পী সংঘের নতুন কমিটির সদস্যরা
- আবারও জুটি বাঁধছেন আল্লু-পূজা
- ‘মুজিবনগরে বাংলাদেশের পক্ষ হতে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়’
- সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন
- ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ
- মাদারীপুরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে ফের সংর্ঘষ, আহত অর্ধশত
- মাদারীপুরে ক্লিনিক মালিকের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগে বিক্ষোভ, জুতা মিছিল
- মহেশপুর সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪