E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি-সমঝোতা হয়নি’

২০২৫ মে ০৪ ১৫:১০:১৮
‘মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি-সমঝোতা হয়নি’

স্টাফ রিপোর্টার : মিয়ানমারের রাখাইনে ত্রাণ সরবরাহে ‘মানবিক করিডোর’ দেওয়া নিয়ে আলোচনার প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জানিয়েছেন, মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি বা সমঝোতা হয়নি। এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে।

রবিবার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত সেমিনারে এ কথা জানান তিনি।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে এমন গুজব সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। যা কখনো কাম্য নয়।

তিনি বলেন, রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। যদি সেটা করা হয়, তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের একত্রীকরণ নয়, বরং প্রত্যাবাসন একমাত্র সমাধান। তাদের ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। কিন্তু রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া উচতি নয়।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয়। ইতিহাস তাই বলে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহাব এনাম খান। এতে আরও আলোচনায় অংশ নেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, অধ্যাপক আতাউর রহমান তালুকদার, গবেষক আবু সালেহ মুহাম্মদ ইউসুফ প্রমুখ।

(ওএস/এএস/মে ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test