E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সৌদি পৌঁছেছেন ২৮ হাজার ৫৯৫ হজযাত্রী

২০২৫ মে ০৬ ১৯:৩০:১৯
সৌদি পৌঁছেছেন ২৮ হাজার ৫৯৫ হজযাত্রী

স্টাফ রিপোর্টার : পবিত্র হজ পালনের উদ্দেশে গত ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ২৮ হাজার ৫৯৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে পৌঁছেছেন। আর হজের উদ্দেশে গিয়ে মারা গেছেন ২ জন। হজ বুলেটিন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বুলেটিনে জানানো হয়, গত ৫ মে পর্যন্ত হজের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন ২৮ হাজার ৫৯৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ২৪ হাজার ০৩১ জন হজযাত্রী সৌদিতে গেছেন। মোট ফ্লাইট গেছে সংখ্যা ৭০টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১২,৮৬১ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৮,৯৭৯ জন হজযাত্রী। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৬,৭৫৫ জন হজযাত্রী।

মোট ইস্যুকৃত ভিসা ৮২,২২৮টি, এরমধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা শতকরা ১০০ ভাগ। বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা শতকরা ৯৪ ভাগ।

(ওএস/এসপি/মে ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test