E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিশেষ প্রয়োজনে হজযাত্রীদের ভিসা বাতিল করা যাবে

২০২৫ মে ০৯ ১৪:০২:০২
বিশেষ প্রয়োজনে হজযাত্রীদের ভিসা বাতিল করা যাবে

স্টাফ রিপোর্টার : বিশেষ কোনো প্রয়োজনে হজযাত্রীদের ভিসা বাতিল করা যাবে। সৌদি সরকার হজযাত্রীদের ভিসা বাতিলের সুযোগ দিয়েছে বলে শুক্রবার হজ এজেন্সিগুলোর কাছে ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি ই-হজ সিস্টেমে ২০২৫ সালের হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিলের অপশন চালু হয়েছে। এ সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। তবে ভিসা বাতিলকারী হজযাত্রীর কাছ থেকে ভিসা ফি ও ইলেকট্রনিক সার্ভিস ফি বাবদ প্রদত্ত ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে। বিষয়টি হজযাত্রী ও হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। এখনো এক হাজারের মতো হজযাত্রীর ভিসা হয়নি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে। ইতোমধ্যে মোট ৮৯টি হজ ফ্লাইটে ৩৬ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরব গেছেন।

(ওএস/এএস/মে ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test