E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশাল সফরে দুই উপদেষ্টা

মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে, উন্নয়ন হয়নি

২০২৫ মে ০৯ ১৭:৫০:০৮
মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে, উন্নয়ন হয়নি

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মেগা প্রকল্পের নামে এতোদিন দেশে লুটপাট হয়েছে। গ্রামাঞ্চলের উন্নয়ন হয়নি বললেই চলে। এখন সময় এসেছে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার।

আজ শুক্রবার সকালে বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কথা বলেছেন।

অপর প্রশ্নের জবাবে নৌ-পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তাই জনকল্যাণে অন্তর্র্বতীকালীন সরকারকে দেশের মানুষকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেছেন, বরিশালের মীরগঞ্জ এলাকায় বহুল প্রতীক্ষিত একটি সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। সেতু নির্মান কাজ শেষ হলে স্থানীয় জনগণ ব্যাপকভাবে উপকৃত হবেন। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও উপদেষ্টা উল্লেখ করেছেন।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দেশের ছয়টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুইজন উপদেষ্টা শুক্রবার (৯ মে) বরিশালের হিজলা উপজেলা সফরে এসেছেন। সকাল ১০টায় তারা হিজলা উপজেলার পুরাতন লঞ্চ ঘাট এবং দীর্ঘ প্রায় এক যুগ ধরে পরিত্যক্ত মৌলভীরহাট লঞ্চ ঘাট এলাকা এবং বিআইডব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন। একইদিন বিকেল তিনটায় দুই উপদেষ্টা হিজলা উপজেলা থেকে বাবুগঞ্জ-মুলাদীর সংযোগ সেতুর কার্যক্রম পরিদর্শন করেন।

জেলা প্রশাসক আরও জানিয়েছেন, উপদেষ্টাগণ শনিবার (১০ মে) সকাল দশটায় বরিশাল বিভাগের আওতাধীন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নগরীর সার্কিট হাউজে মতবিনিময় করবেন। ওইদিন বিকেল চারটায় উপদেষ্টারা বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সকল গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন এবং ওইদিন রাতে নৌ-রুটে তারা ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন।

(টিবি/এসপি/মে ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test