E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিতে প্রধান উপদেষ্টার সন্তোষ

২০২৫ মে ১১ ০০:১৭:১৬
ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিতে প্রধান উপদেষ্টার সন্তোষ

স্টাফ রিপোর্টার : ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১০ মে) এক বার্তায় ড. ইউনূস বলেন, তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এবং আলোচনায় অংশগ্রহণের জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আন্তরিক প্রশংসা করি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কার্যকর মধ্যস্থতার জন্য আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

তিনি আরও বলেন, কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনে বাংলাদেশ আমাদের দুই প্রতিবেশীকে সমর্থন অব্যাহত রাখবে।

শনিবার (১০ মে) সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রদপ্তর পৃথকভাবে যুদ্ধবিরতির সিদ্ধান্ত কার্যকরের তথ্য নিশ্চিত করে।

ভারতের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বিকেল ৫টা থেকে দেশটির সেনা, বিমান ও নৌ বাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গোলাবর্ষণ ও সামরিক তৎপরতা বন্ধ রাখবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স) ভারতীয় সময় দুপুর ৩টা ৩৫ মিনিটে ভারতের ডিজিএমওর সঙ্গে ফোনে কথা বলেন। সেখানে দুই পক্ষই সম্মত হয়, স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে এবং তা বিকেল ৫টা থেকে কার্যকর হবে।

তিনি আরও জানান, এ সিদ্ধান্ত কার্যকর করতে দুই দেশই নিজ নিজ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। পাশাপাশি আগামী ১২ মে (সোমবার) দুপুরে দুই ডিজিএমওর মধ্যে পুনরায় আলোচনা হবে।

এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে বলেন, পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে। তবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে কোনো আপস করেনি এবং করবে না।

পরে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। আজ বিকেল সাড়ে চারটা থেকে (পাকিস্তানের স্থানীয় সময়) যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

এর আগে ৬ মে ভারতের ‘অপারেশন সিঁদুর’র জবাবে ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ ঘোষণা করে পাকিস্তান। ফলে ক্রমেই সর্বাত্মক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে দুই পরমাণু শক্তিধর দেশ।

(ওএস/এএস/মে ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test