E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আন্দোলনকারীদের প্রতিবাদ

২০২৫ মে ১১ ১৭:৩৬:২৬
প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আন্দোলনকারীদের প্রতিবাদ

বিশেষ প্রতিনিধি : গত ৮ মে বহুল প্রচারিত জাতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আন্দোলনরত বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ রবিবার প্রেরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে The Business Standard  পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে এ ধরনের মিথ্যা ও বানোয়াট বলে দাবি করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্ত্বশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং মন্ত্রনালয়ের কর্তৃত্ববাদী আচরণের প্রতিবাদে ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঘোষিত কর্মসূচীর বিষয়ে সরকারের দায়িত্বশীল মহল হতে আশানুরূপ সাড়া না পাওয়ায় কমিশনের সকল প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে পালিত হচ্ছে শান্তিপূর্ণ অবস্থান ও কালো ব্যাজ ধারন কর্মসূচী। এসব কর্মসূচিতে কমিশনের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অথচ গত ৮ মে The Business Standard পত্রিকায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ১১ দফা দাবী; iBAS++ -এ অন্তর্ভুক্তি, কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা, সরকারের অনুমোদন ব্যাতীত ৯০০ কর্মকর্তা নিয়োগ, বিজ্ঞানীদের ওয়ার্কশপ, সেমিনার এবং ট্রেনিং-এ অংশগ্রহনে আর্থিক সংশ্লিষ্ঠতা, পোস্ট-ডক্টরাল স্টাডিজ, পাওয়ার পার্চেজ এগ্রিমেন্ট এবং iBAS ++ সফটওয়ার পরিচালনা বিষয়ে মন্ত্রণালয় এবং উর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে ভিত্তিহীন, মনগড়া, বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করা হয়েছে।

আন্দোলনকারীরা মনে করেন এ জাতীয় অসত্য ও কাল্পনিক বক্তব্য পরিবেশনের ফলে সরকার, জনগণ এবং প্রতিষ্ঠান তথা কমিশন ক্ষতিগ্রস্থ হবে এবং ১১ দফা দাবী আদায়ে সরকারের সাথে আলোচনার দ্বার রুদ্ধ হয়ে পড়বে। যা রাষ্ট্রের দায়িত্বশীল কোন মহলের নিকট হতে কাম্য নয়। আন্দোলনকারীরা প্রেসবিজ্ঞপ্তিতে আরও বলেন, বিভিন্ন সময়ে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা দেশ বিরোধী শক্তি দেশকে অস্থিতিশীল ও তাবেদার রাষ্ট্রে পরিনত করতে এবং তাদের নিজেদের কর্তৃত্ববাদী হীনস্বার্থ চরিতার্থ করতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিশেষায়িত প্রতিষ্ঠান ধ্বংশের খেলায় মেতে ওঠে। জনগণের স্বার্থে রাষ্ট্রিয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাঁচাতে জনসম্মুখে তাদের মুখোশ উন্মচন করা এখন সময়ের দাবী।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ হতে দেশের বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠান, সরকার তথা জনগণ এবং রাষ্ট্রের জন্য ক্ষতি হতে পারে এমন সংবাদ পরিবেশন হতে বিরত থাকার জন্য সকল মহলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়।

(এসকেকে/এসপি/মে ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test