E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজশাহীতে আম সংগ্রহ শুরু

২০২৫ মে ১৫ ১২:১৩:৫৯
রাজশাহীতে আম সংগ্রহ শুরু

স্টাফ রিপোর্টার : চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ মে) থেকে গুটি জাতের আম নামাতে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে ১৩০০ থেকে ১৫০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে গুটি জাতের আম।

কৃষকদের আশা, এবার তারা বেশ ভালো দাম পাবেন। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার আম থেকে ১৬০০ কোটি টাকা আয় হবে।

ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, এবার গোপালভোগ আম সংগ্রহ করা যাবে ২২ মে থেকে। লকনা বা লক্ষণভোগ ও রানীপছন্দ আম পাড়া যাবে ২৫ মে থেকে। এছাড়াও হিমসাগর ও খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া আম বা ব্যানানা ম্যাংগো ১০ জুন, আম্রপালী বা ফজলি আম ১৫ জুন নামানোর সময় নির্ধারণ করা হয়েছে। আর বারি-৪ আম ৫ জুলাই, আশ্বিনা আম ১০ জুলাই ও গৌড়মতি ১৫ জুলাই থেকে নামাতে পারবেন বাগান মালিকরা। এছাড়া কাটিমন ও বারি আম-১১ জাতের সারা বছর পাড়া যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, এ বছর জেলায় আম চাষ হচ্ছে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। তবে গত মৌসুমে জেলায় আমের আবাদ হয়েছিল ১৯ হাজারের ৬০২ হেক্টর জমিতে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রথম দিনে বেশ কিছু গাছ থেকে আম নামাতে শুরু করেছেন কৃষকরা। দেশি গুটি জাতের আম দিয়ে তারা এবারের আম সংগ্রহ শুরু করেছেন।

রাজশাহী পুঠিয়া এলাকার চাষি নাজির উদিন প্রথম দিনে আম নামিয়েছেন। তিনি বলেন, এবার সাড়ে ৪ বিঘার একটি বাগান তিনি লিজ নিয়েছেন। এই বাগানে দুটি গুটি জাতের আম গাছ আছে। সেই দুটি গাছের আম আজ সকালে তিনি নামাতে শুরু করেছেন। প্রথম দিনে বাগানেই বেশ ভালো সাড়া পাওয়া গেছে। ১৩০০ থেকে ১৫০০ টাকা মণ আকার ভেদে বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, এবার আমের ফলন বেশ ভালো। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে বেশ ভালো লাভবান হবেন তিনি।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা বলেন, আজ থেকে রাজশাহীর আম বাজারজাত শুরু হয়েছে। চাষিরাও আম নামাতে পারবেন। তবে আজ কেবল গুটি জাতের আম নামাতে পারবেন। এবার বেশ ভালো আমের ফলন হয়েছে। যা লক্ষ্যমাত্রা মাত্র আছে তাতে এবার রাজশাহীর আম থেকে চাষিরা ১৫০০ থেকে ১৬০০ কোটি টাকা আয় করবেন।

(ওএস/এএস/মে ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test