E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পরমাণু শক্তি কমিশনের দাবির সাথে জাবি’র শিক্ষক সমিতির একাত্মতা প্রকাশ

২০২৫ মে ১৫ ১৭:৪৮:৪২
পরমাণু শক্তি কমিশনের দাবির সাথে জাবি’র শিক্ষক সমিতির একাত্মতা প্রকাশ

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দাবির সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একাত্মতা প্রকাশ করেছে। বুধবার (১৪ মে) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইরিন আক্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে একাত্মতা প্রকাশের ঘোষণা দেওয়া হয়।  

বিবৃতিতে বলা হয় আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মতো একটি সর্বোচ্চ গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান বার বার প্রশাসনিক কর্তৃত্ববাদ ও আমলাতান্ত্রিক হস্তক্ষেপের শিকার হচ্ছে। এরফলে স্বাধীনভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং উদ্ভাবনমুখী জ্ঞান সৃষ্টির পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্থ হচ্ছে। আমরা মনে করি, গবেষণা ও জ্ঞান সৃষ্টির প্রতিষ্ঠানগুলোকে স্বায়ত্তশাসনের আওতায় না রেখে মন্ত্রণালয়ের কঠোর নিয়ন্ত্রণে রাখা, সেখানে স্বাধীন চিন্তাচর্চা, নতুন আবিষ্কার এবং প্রযুক্তিগত অগ্রগতির পথে বড় অন্তরায়। আমরা পরমাণু শক্তি কমিশনের আন্দোলনরত বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের ১১ দফা যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাই।

সেইসাথে সরকারের প্রতি আহব্বান জানাই (১) অবিলম্বে কমিশনের শূন্য পদ পূরণ করে পূর্ণাঙ্গ কমিশন গঠন করুন, (২) গবেষণার ক্ষেত্রে মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করুন, (৩) উচ্চশিক্ষা ও গবেষণার নিয়ন্ত্রণ কমিশনের নিজস্ব নীতিমালায় ফিরিয়ে দিন এবং (৪) কমিশনের আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করুন।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি একটি দেশ তখনই উন্নত হতে পারে যখন তার গবেষণা প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে এবং তার বিজ্ঞানীরা সম্মান, নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে গবেষণায় আত্মনিয়োগ করতে পারেন। বাংলাদেশের বিজ্ঞান ও শিক্ষার ভবিষ্যৎ রায়, এই দাবি শুধু পরমাণু শক্তি কমিশনের নয় এটি সমগ্র দেশের প্রগতিশীল জনগণের দাবি।

(এসকেকে/এসপি/মে ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test