E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মোহাম্মদপুরে লাগামহীন সন্ত্রাসী কর্মকান্ড

২০২৫ মে ১৬ ১৭:৩৭:০১
মোহাম্মদপুরে লাগামহীন সন্ত্রাসী কর্মকান্ড

মোহাম্মদ সজীব, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দিন দিন বেড়েই চলছে অপরাধ। চাঁদার দাবিতে গুলি করা থেকে শুরু করে অস্ত্র ঠেকিয়ে সংবদ্ধ ধর্ষন,  চুরি ছিনতাইসহ ধারালো অস্ত্রের শোডাউন এ যেন সন্ত্রাসী কর্মকান্ডের জানান দিতে মরিয়া হয়ে উঠেছে মোহাম্মদপুরের অপরাধীরা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সন্ত্রাসীদের।

গত ১৪ মে বুধবার রাজধানীর মোহাম্মদপুরের জাফরাদ এলাকার ইত্যাদি মোড় খাবার পানি সংকটের কারনে প্রতিদিন রাত জেগে পানির অপেক্ষায় থাকতে হয় বাসিন্দাদের, পানি আসার অপেক্ষায় নিজ বাসার সামনে হাটাহাটি করছিলেন রাব্বি নামের একজন ব্যাক্তি, রাত পনে ২টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি দল, রাব্বিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। একই সাথে তার পরিবারসহ ৭ জনকে জখম করে একদল কিশোর সন্ত্রাসীরা। আহত অবস্থায় একজন বাসার বাথরুমে ঢুকেও রেহাই পায়নি। ওই পরিবারের আরও ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করেন যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।

জানা যায়, ওই রাতে বাসার সামনে সন্দেহজনক কয়েকজন ঘোরাঘুরি করছিল। রাব্বি নামের একজন তাদের কাছে জানতে চায় তারা কারা, এসময় পরিচয় দেয় তারা এলাকার স্থানীয়, রাব্বি বলেন তোমরা এলাকার হলে আমি চিনবো না কেন, এক-দুই কথার কাটাকাটি হলে সেখানে হাতাহাতি হয় এক পর্যায়ে, ওই স্থান থেকে চলে যায় তারা। পরবর্তীতে ৫ থেকে ৬ মিনিটের মধ্যে ১২ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে রাব্বিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারপর পরিবারের লোকজন রাব্বিকে উদ্ধার করতে আসলে, তাদের বাসায় ঢুকে ৭ জনকে কুপিয়ে পালিয়ে যায়।

এসময় এই ঘটনায় আহত ৭ জনের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যার মধ্যে পরিবারের নারী সদস্য রয়েছে। তারা হলেন, স্বপন, সাব্বির, রাব্বি, কাসেম, মামুন, আফজাল, ফাতেমা বেগম। এর মধ্যে গুরুতর আহত ১ জন একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে, চাপাতির আঘাত প্রাপ্ত রাব্বির একটি অকেজো হয়ে পড়েছে।

ঘটনাস্থলে সরেজমিনে গেলে আহত ফাতেমা বেগম বলেন, রাতে ওয়াসার পানি সংগ্রহ করতে আমরা প্রতিদিন রাত ২ টা আড়াইটা পর্যন্ত রাত জেগে থাকি গতকাল রাতে আমার ভাতিজা রাব্বির সাথে কোনো একটা ছেলের সাথে বাকবিতন্ডা হচ্ছে জানতে পেরে গিয়ে দেখি ১২ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ভাতিজাকে এলোপাতাড়ি কোপাচ্ছে, তাদের বাচাতে যতজন এসেছে রাস্তা থেকে কোপাতে কোপাতে ঘরে ঢুকে সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান বলেন, ইত্যাদির মোড়ে একটি ঘটনা ঘটেছে সেখানে প্রায় ৬-৭ জন আহত হয়েছে। আমরা ঘটনাস্থানে গিয়েছি এবং পুলিশ কাজ করছে, ঘটনার সাথে যাঁরা জড়িত রয়েছে সিসি ফুটেজ দেখে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।

(এস/এসপি/মে ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test