E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘কোরবানি ঈদে সব হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে’

২০২৫ মে ১৭ ০০:০৯:১৯
‘কোরবানি ঈদে সব হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে’

স্টাফ রিপোর্টার : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জেলা পর্যায়ে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে দেশের সব পশুরহাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে। সেখানে ভেটেরিনারি সার্জন থাকবেন, তারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেবেন।

শুক্রবার (১৬ মে) সকালে রাজশাহী সার্কিট হাউস সম্মেলনকক্ষে বিভাগীয় মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, গবাদিপশুর পাশাপাশি মানুষেরও কিছু চিকিৎসাসেবা থাকা দরকার। গরু-ছাগলের পেছনে যে মানুষগুলো আসেন তারা যেন নিরাপদে আসতে পারেন, নিরাপদে ফিরতে পারেন তার জন্যও আমরা ব্যবস্থা নিচ্ছি।

ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ নিয়ন্ত্রণ প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আসন্ন কোরবানি ঈদে সুনির্দিষ্টভাবে এই ব্যাপারেই মন্ত্রণালয়ের সভা হয়েছে। কারণ এ বছরও কিছু অসাধু ব্যবসায়ী বাইরের পণ্য দেশের ভেতরে নিয়ে আসার চেষ্টা করবে। সেটা বন্ধ করা দরকার। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজিবি ও নৌপুলিশকে এ বিষয়ে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাণিজ্যিক বিদ্যুৎ বিল নির্ধারণকে দুঃখজনক ঘটনা উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, কৃষিতে যে হারে বিদ্যুৎ বিল নেওয়া হয় একই হারে মৎস্য ও প্রাণিসম্পদে নেওয়া হয় না। এতে ছোট ছোট খামারিরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি নিরসনে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

দেশের যেসব নারী গবাদি পশু পালন করেন তাদের জন্য প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, বিভাগীয় মৎস্য দপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও স্টেশন ইনচার্জ ড. মোহাম্মদ আব্দুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মে ১৭,২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test