E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে’

২০২৫ মে ২৬ ১৭:৫৯:৫৭
‘শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে’

স্টাফ রিপোর্টার : গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়ো‌জিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শেখ হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ কি? এমন প্রশ্নে রুহুল আলম সিদ্দিকী বলেন, শেখ হাসিনাকে ফেরাতে আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো। তবে, আদালতের নির্দেশনা দেশের মধ্যেই কার্যকরী হয়। দেশের বাইরে সেটা কার্যকর হয় না। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে।

দুই দেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, তার আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, সে ক্ষেত্রে উভয় দেশের সম্মতি থাকতে হবে। তাহলে সেটা সম্ভব হবে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ভারতে বসে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। এ ব্যাপারে আমরা ভারতকে বলছি, তোমরা এটা প্রশ্রয় দিও না। এটা সব সময়ই বলছি। তবে, আমরা আলাদা করে, তাদের ওইভাবে বলি না, যারা আমাদের সরকারবিরোধী, স্বার্থবিরোধী তাদের তোমরা প্রশ্র‍য় দিও না।

ভারত থেকে প্রতিনিয়ত পুশ ইন প্রসঙ্গে রুহুল আলম সিদ্দিকী বলেন, যাদের পুশ ইন করা হচ্ছে, তারা তালিকায় আছেন কি না, যাচাই বাছাই করে দেখতে হবে। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি সমন্বয় করে কাজ করছে। ভারত থেকে একটা নাম দিলেই তো চিহ্নিত করা সহজ নয়। কারণ, অনেকের নামই তো মিলে যায়। আমাদের দেখতে হবে তিনি আমাদের নাগরিক কি না।

(ওএস/এসপি/মে ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test