E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আমের রপ্তানি ১০ গুণ বাড়বে’

২০২৫ মে ২৮ ২০:১৩:০৮
‘আমের রপ্তানি ১০ গুণ বাড়বে’

স্টাফ রিপোর্টার : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাণিজ্য ঘাটতি প্রশমনের প্রেক্ষিতে চীনের শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। আর বিনা শুল্কে দেশটির বাজারে এই প্রথম বাংলাদেশের আম যাচ্ছে। চলতি বছর আমের রপ্তানি ১০ গুণ বাড়বে। আজ বুধবার চীনে আমের প্রথম চালান পাঠানোর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ১০ গুণ আমের রফতানি বাড়লে আম চাষিরাও পর্যাপ্ত দাম পাবেন।

সব ধরনের চামড়া রপ্তানিতে চীন সর্বোচ্চ সাহায্য করবে জানিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, বাণিজ্য ঘাটতি কমানোসহ বাণিজ্যিক নানা বিষয়ে আলোচনার উদ্দেশ্য আগামী সপ্তাহে চীনের বাণিজ্যমন্ত্রীসহ প্রতিনিধিদল দেশে আসবেন।

এদিকে, ঢাকায় চীনের ১০০ প্রতিষ্ঠানের ২৫০ বিনিয়োগকারীর অংশগ্রহণে বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন হচ্ছে ১ জুন। ঢাকার আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে।

সম্মেলনে দেশের ও চীনা বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ এবং দেশে খাতভিত্তিক বিনিয়োগ সুবিধার বিষয়ে আলোচনার ব্যবস্থা থাকবে। সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও বিনিয়োগকারীদের কাছে দেশের বিনিয়োগ সুবিধা উপস্থাপন এ সম্মেলনের লক্ষ্য।

এ ছাড়া সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও বাংলাদেশ সফর করবেন। এ সময় চীনের বাণিজ্য মন্ত্রী ও বিনিয়োগকারীরা গাজীপুরের কালিয়াকৈরে এলডিসি গ্রুপ পরিদর্শন করবেন।

বিডা ও বেজা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সম্প্রতি বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে প্রস্তুতিমূলক সভায় বলেন, চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে দু’দেশের বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, গত ১৫ বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কেন্দ্রস্থল।

এ সম্মেলনে চায়না চেম্বার অব কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারিজ অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস (সিসিসিএমই), চায়না চেম্বার অব কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব ফুডস্টাফস, নেটিভ প্রোডাক্টস অ্যান্ড অ্যানিমাল বাই প্রোডাক্টস (সিসিসিএফএন), চায়না চেম্বার অব কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব টেক্সাটাইলস (সিসিসিটি), চায়না চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্স ফর দ্য প্রাইভেট সেক্টরসহ (সিআইসিসিপিএস), জ্বালানি, যন্ত্রপাতি উৎপাদন, পরিবহন, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, খাদ্য, কৃষিপ্রযুক্তি, বস্ত্র, গৃহসজ্জা ও ভোগ্যপণ্য ইত্যাদি খাতের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন।

(ওএস/এসপি/মে ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test