E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির ২০০ কর্মীর তৎপরতা

২০২৫ মে ৩১ ০১:০৬:৩০
জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির ২০০ কর্মীর তৎপরতা

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পূর্বপ্রস্তুতির কারণে আকস্মিক অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত ও কার্যকরভাবে নিরসন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

শুক্রবার (৩০ মে) বিভিন্ন এলাকায় জরুরি সাড়াদানকারী দলের (কুইক রেসপন্স টিম) কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

তিনি জানান, বর্ষা মৌসুম শুরুর আগেই আব্দুল্লাপুর, বাউনিয়া, কল্যাণপুর, রূপনগর ও মহাখালীসহ প্রায় ২৯টি খালের ১০০ কিলোমিটার এলাকা দখলমুক্ত করে পানিপ্রবাহ নিশ্চিত করা হয়। এর ফলে আকস্মিক বৃষ্টিতেও দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ডিএনসিসি জরুরি কন্ট্রোলরুম চালু করে, হটলাইন নম্বর চালু করে এবং কুইক রেসপন্স টিম গঠন করে।

রাত ৩টায় সরেজমিনে পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক বৃষ্টিতে জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো জিআইএস ম্যাপের মাধ্যমে চিহ্নিত করে সেগুলোর বিস্তারিত প্রতিবেদন তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে (ড্রেনেজ) দাখিলের নির্দেশ দেন।

কুইক রেসপন্স টিম জানায়, এ পর্যন্ত ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫০টি অভিযোগ এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনের কাজ সম্পন্ন হয়েছে।

ডিএনসিসির ১০টি অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে প্রায় ২০০ কর্মী নিয়োজিত ছিলেন। নগরবাসীর উদ্দেশে জানানো হয়েছে, কোনো এলাকায় জলাবদ্ধতা দেখা দিলে ডিএনসিসির হটলাইন নম্বর ১৬১০৬ বা কন্ট্রোলরুমের ০১৭৩৩৯৮২৪৮৬ নম্বরে ফোন করে তথ্য দিতে অনুরোধ করা হচ্ছে।
(ওএস/এএস/মে ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test