E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ভুল সংবাদ পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করলে ব্যবস্থা’

২০২৫ জুন ০৪ ১৯:১৫:১৬
‘ভুল সংবাদ পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করলে ব্যবস্থা’

স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা নেবে সরকার। আজ বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরটি ভুয়া, মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট। এখন থেকে যারা ভুল সংবাদ পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

এ সময় ভুল খবর ছাপানোর জন্য সংবাদমাধ্যমগুলোকে পাঠকদের কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আবুল কালাম আজাদ আরও বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে। নিখোঁজ ৩ শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, র‍্যাবের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত। র‍্যাবের ইন্টিলিজেন্স ভয়াবহ কিলার ও হত্যাকারী দল ছিল বলে জানিয়েছে গুম কমিশন। র‍্যাবের সদস্যরা পদোন্নতি ও ভালো পোস্টিংয়ের জন্য গুম ও খুনের সঙ্গে জড়াতো।

তিনি বলেন, গুমে নির্যাতনের ভয়াবহতা নিয়ে যাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভবনে র‍্যাবের নির্যাতন ও গুমের ঘটনা নিয়ে হরর মিউজিয়াম হবে। বৃহস্পতিবার থেকে গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ শুরু হবে, যা ধারাবাহিকভাবেই চলবে।

(ওএস/এসপি/জুন ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test