E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ভাগে’ গরু কোরবানি দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ জুন ০৬ ১৬:৫৩:৪১
‘ভাগে’ গরু কোরবানি দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : রাত পেরোলেই কোরবানির ঈদ; জমজমাট পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। সামর্থ্য অনুযায়ী পছন্দের পশু কেনার জন্য হাটে ছুটছেন ক্রেতারা; অনেকেই কিনে ফেলেছেন ইতোমধ্যে। এর মধ্যেই জানা গেছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী কোরবানি দিচ্ছেন কত টাকায়; জানিয়েছেন তিনি নিজেই। 

আজ শুক্রবার জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাস্যোজ্জ্বল এক মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের ঈদুল আজহায় গরু কোরবানি দিচ্ছেন তিনি, তাও ভাগে। তার কোরবানি দিতে যাওয়া গরুটির দাম পড়েছে ৯৭ হাজার টাকা।

এর আগে, ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন তিনি। লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার ঢাকার নিরাপত্তা নিয়ে আমার ১০০ ভাগ কনফিডেন্ট আছি। রাজধানীর নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম কাজ করবে। তারা অলিগলিতেও কাজ কাজ করবেন। এই ক্ষেত্রে আমি আপনাদের (গণমাধ্যম কর্মী) সহযোগিতা চাই। কোনো তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় জানাবেন। অনেক সময় ছোটখাটো কিছু ঘটনা ঘটে যায়, সেটিও যেন না ঘটে, এ জন্য আমরা কাজ করছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতি বছর যেভাবে ভালোভাবে হয় এবারও একইভাবে ঈদের নামাজ হবে। আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে নিরাপত্তায় কাজ করছে। যারা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন তাদের জায়নামাজও আনতে হবে না। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে। আমাদের প্রস্তুতির কোনো অভাব নেই। সারাদেশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তারাও ছুটিতে যাননি সবার নিরাপত্তা দিতে।

(ওএস/এসপি/জুন ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test