E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নুরুল হুদার ওপর হওয়া মব জাস্টিস কাম্য নয়’

২০২৫ জুন ২৩ ১৩:০৪:৩৫
‘নুরুল হুদার ওপর হওয়া মব জাস্টিস কাম্য নয়’

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে, তা কাম্য নয়।  

সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই ওনার (নুরুল হুদা) ওপর হামলা করা হচ্ছে। এটার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, কৃষি জমি দখল রোধে কৃষি জমি সুরক্ষা আইন করা হচ্ছে। বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে, যেন এসব ফল হারিয়ে না যায়। আমাদের দেশ থেকে অনেক দেশি ফল হারিয়ে যাচ্ছে। সবাইকে সচেতন করতে হবে যাতে দেশি ফলের গাছ সবাই বেশি করে লাগায়।

এ সময় গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক এবং পুলিশ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম হর্টিকালচার সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং দিকনির্দেশনা দেন।

(ওএস/এএস/জুন ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test