E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জনগণের হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ জুন ২৩ ১৮:০৮:৪৭
জনগণের হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ জনবান্ধব ও জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে। পুলিশকে মানবিক হতে হবে। আমরা পদক্ষেপ নিয়েছি বলেই পুলিশ জনবান্ধব হয়ে উঠেছে। আগের মতো পুলিশ ওই রকম ব্যবহার করে না। এরই মধ্যে দু-একজনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

মব সৃষ্টির বিষয়ে তিনি বলেন, এ ধরনে ঘটনা যাতে আর পুনরায় না ঘটে আমরা চেষ্টা করে যাচ্ছি। সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। গতকালের সাবেক সিইসির ঘটনায় যদি আমাদের বাহিনীর কেউ দায়ী হন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশের বিষয়ে আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমি সন্তুষ্ট। জনগণের সন্তুষ্টের সঙ্গে আমার সম্পর্ক। সন্তুষ্টের কোনো প্যারামিটার নেই। কেউ হয়তো দুই টাকায় সন্তুষ্ট হয়, কেউ দুই কোটি টাকায় সন্তুষ্ট। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যেন সবাইকে সন্তুষ্টের মধ্যে রাখতে পারি।

তিনি বলেন, ৫ আগস্টের পর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই পুলিশ জনবান্ধব হতে শুরু করেছে। পুলিশের বিষয়ে জনগণ সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট। জনগণকে সন্তুষ্ট রাখতে আমি পুরোপুরি চেষ্টা করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

(এসএম/এসপি/জুন ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test