E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা চলছে

২০২৫ জুন ২৫ ১২:৪৬:১৮
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা চলছে

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন খাতে সংস্কার আনার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করেছে। এই ধাপে মূলত প্রথম পর্বে যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আবার আলোচনা হচ্ছে।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ আরও অনেকে উপস্থিত আছেন।

বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে অংশ নিয়েছেন।

দ্বিতীয় ধাপের প্রথম পাঁচ দিনে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৯টি বিষয় নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে দুটি বিষয়ে দলগুলো একমত হলেও, বেশিরভাগ বিষয়েই এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

কমিশনের পরিকল্পনা হলো, এই ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মোট ২০টি বিষয় নিয়ে আলোচনা করা। আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে প্রয়োজনে আরও নতুন বিষয় যোগ করা হতে পারে। কমিশন আশা করছে, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে।

(ওএস/এএস/জুন ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test