E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জুলাই জাতি পুনর্গঠনের নতুন আশা জাগায়’

২০২৫ জুলাই ০৪ ১৮:৩৭:৪৪
‘জুলাই জাতি পুনর্গঠনের নতুন আশা জাগায়’

স্টাফ রিপোর্টার : জুলাই জাতি পুনর্গঠনের নতুন আশা জাগায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে শুরুতে আবুল কালাম আজাদ বলেন, জুলাই আমাদের জীবনে ফিরে আসার পর চারদিন কেটে গেছে। এ মাস আমাদের মনে করিয়ে দিয়েছে ভয়াবহ গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের স্মৃতি, আবার জাগিয়ে দিয়েছে আশা ও স্বপ্নের নতুন আলো।

তিনি আরও বলেন, জুলাই আমাদের জাতি পুনর্গঠনের নতুন আশা জাগায়। কারণ, এখন আমাদের গণমাধ্যমও অবশেষে এটি নিজেদের বিষয় হিসেবে গ্রহণ করতে শুরু করেছে। গত চারদিনে আমি কিছু ভালো প্রতিবেদন দেখেছি গণমাধ্যমে, যেখানে ব্যাখ্যা করা হয়েছে কেন জুলাই অবশ্যম্ভাবী ছিল। কেউ কেউ গত কয়েক মাসের অর্জন নিয়ে হতাশাও প্রকাশ করেছেন। তবে তা স্বাভাবিক। প্রত্যাশা বেশি থাকলে হতাশাও গভীর হতে পারে।

প্রধান উপদেষ্টার এই উপ-প্রেস সচিব বলেন, টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করছে— কোনো সরকারি নির্দেশ ছাড়াই। এটিও একটি বড় অগ্রগতি। এটি তাদের জন্য নিজেদের সংশোধনের সুযোগ।

তিনি বলেন, তখনকার বিদ্রোহের সময় তাদের কাছে সব তথ্য ও হত্যাকাণ্ডের ফুটেজ ছিল, কিন্তু তারা তা প্রচার করতে পারেনি। এখন সময় এসেছে সেই জুলাইকে নতুন করে ফিরে দেখার এবং যা দেখাতে পারেনি, তা জনগণের সামনে তুলে ধরার। ভালো বিষয় হলো, তারা সেটাই করতে শুরু করেছে।

আজাদ মজুমদার বলেন, আমাদের কোনো টেলিভিশন চ্যানেল এখনও সেই স্বৈরাচারী শাসনের সময় তাদের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেনি। কিছু টিভি ও পত্রিকার মালিক সরাসরি সহিংসতা উসকে দিয়েছিলেন। যারা তা করেছেন, তারা অবশ্যই এর ফল ভোগ করবেন। তবে অন্তর্বর্তী সরকার সবসময়ই প্রতিষ্ঠানকে রক্ষা করার চেষ্টা করেছে। একজন ব্যক্তির দোষে আমরা কোনো গণমাধ্যমের ক্ষতি করতে চাইনি।

তিনি বলেন, আমরা জানতাম টেলিভিশন চ্যানেলগুলোর সীমাবদ্ধতা সম্পর্কে। সাংবাদিকরা আমাদের সঙ্গে অনেক গল্প শেয়ার করেছেন, কীভাবে তাদের তথ্য গোপন রাখতে বাধ্য করা হতো, কীভাবে সরকারের আয়োজিত অনুষ্ঠান প্রচারে চাপ দেওয়া হতো। আমরা সচেতনভাবে এমন চর্চায় লিপ্ত হইনি এবং সাংবাদিকদের যেন তেমন অনুভূতির শিকার না হতে হয়, তা নিশ্চিত করতে চেয়েছি।

সবশেষে আবুল কালাম আজাদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অন্যতম মূল লক্ষ্য এবং এ পরিবর্তন এখন স্পষ্টভাবেই দৃশ্যমান।

(ওএস/এসপি/জুলাই ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test