E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ইনক্লুসিভের ডেফিনিশন একেকজনের কাছে একেক রকম’

২০২৫ জুলাই ১৩ ১২:৫৩:১৪
‘ইনক্লুসিভের ডেফিনিশন একেকজনের কাছে একেক রকম’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে জাতীয় নির্বাচন ঠিক কবে হবে, এই প্রশ্ন এখনো অমীমাংসিত। নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ, আওয়ামী লীগ প্রশ্নে ইসির অবস্থান, নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ করেছে সরকার। এর অর্থ কি নির্বাচনে অংশ নিতে পারছে না তারা— জানতে চাইলে সিইসি বলেন, তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচার শেষ না হওয়া পর্যন্ত। যদি বিচার শেষ হয়, যদি শাস্তি না দেওয়া হয়, নিষেধাজ্ঞা দেওয়া না হয়; সরকারের যে সিদ্ধান্ত সে অনুযায়ী তাদের রেজিস্ট্রেশন রাখাই তো মিনিংলেস হয়ে যায়। তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। এ জন্য আমরাও রেজিস্ট্রেশন স্থগিত করে দিয়েছি।

যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে তখন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হলো কি-না সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে— জানতে চাইলে তিনি বলেন, সে প্রশ্ন তো উঠতেই পারে, স্বাভাবিক। আমাদের চিন্তা হলো- যারা ভোটারস আছে, পার্টিসিপেন্টস অব ভোটার, নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে চাই। এখন ইনক্লুসিভের ডেফিনিশন তো একেকজনের কাছে একেক রকম।

আপনার কাছে ইনক্লুসিভের ডেফিনিশন কী, জানতে চাইলে সিইসি বলেন, ওই যে বললাম পার্টিসিপেটরি ইলেকশন টু ইনক্লুড দি ভোটারস অ্যাজ মাচ ইজ পসিবল।

আওয়ামী লীগের যে সমর্থকগোষ্ঠী তারা সবাই ভোটে আসবে, ভোট দেবে— এমন প্রশ্নে তিনি বলেন, আমি তো আশা করি তারা আসবে। এদের সমর্থকগোষ্ঠী আছে তো। তারা যে একেবারেই আসবে না এটা আমরা মনে করি না। লার্জ নম্বর অব দেম পার্টিসিপেট ইন দ্য ইলেকশন, নট অ্যাজ অ্যা ক্যান্ডিডেট, বাট অ্যাজ এ ভোটার।

সাবেক দুজন নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে হেনস্তাও করা হয়েছে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন জানতে চাইলে এ এম নাসির উদ্দিন বলেন, দেখুন এটি একটি বিচারাধীন বিষয়। এই বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার পক্ষ থেকে এ নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

তিনি বলেন, হেনস্তার বিষয়টি তো কেউ পছন্দ করবে না। এটা তো ঠিক আইন অনুযায়ী বিচার হবে, এটিই তো হওয়া উচিত। দেখছি যে যারা হেনস্তা করছে তারা অনেকে গ্রেপ্তার হয়েছেন। আমি বিশ্বাস করি যে ডিউ লিগ্যাল প্রসেসে এটি এগোবে।

(ওএস/এএস/জুলাই ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test