E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গণঅভ্যুত্থানের পর দুর্নীতি দমন অভিযানে রাষ্ট্র কাঠগড়ায়

এক বছরে ২৪৩ সরকারি কর্মকর্তা, শীর্ষ রাজনীতিক, ব্যবসায়ী ও প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা

২০২৫ জুলাই ১৪ ১৭:৪৫:৩৮
এক বছরে ২৪৩ সরকারি কর্মকর্তা, শীর্ষ রাজনীতিক, ব্যবসায়ী ও প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা

দিলীপ কুমার চন্দ : ২০২৪ সালের ৫ আগস্ট—বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী দিন। দীর্ঘ আন্দোলন-অসন্তোষ, ছাত্র-জনতার গণজাগরণ এবং কোটা সংস্কার আন্দোলনের পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তার পরপরই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সেই রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দুর্নীতি দমন কমিশন (দুদক) অভূতপূর্বভাবে সক্রিয় হয়ে ওঠে।

গত ১১ মাসে ৩৯৯টি দুর্নীতির মামলা দায়ের করে দুদক। এসব মামলায় ১,২৬৪ জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে ২৪৩ জন সরকারি কর্মকর্তা, ৯২ জন রাজনীতিবিদ, ১১৪ জন ব্যবসায়ী, এবং ৪৪৭ জন বেসরকারি খাতের কর্মচারী রয়েছেন।

কোন প্রেক্ষাপটে শুরু এই অভিযান?

দীর্ঘ সময় ধরে দুর্নীতির অভিযোগ থাকলেও, পূর্ববর্তী সরকারগুলোর আমলে কার্যকর তদন্ত বা শাস্তির নজির ছিল হাতে গোনা। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরে ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মহলে “স্বচ্ছতা ও জবাবদিহিতা” নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। এই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় দুদক নতুন গতি ও ভিন্ন মাত্রায় কাজ শুরু করে।

দুদকের শীর্ষ পর্যায়ের সূত্র বলছে, বিশেষ করে অতীত সরকারের আমলে যেসব বড় প্রকল্প, রাষ্ট্রীয় ব্যয় এবং প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে বিতর্কিত সম্পদ অর্জন হয়েছিল, সেগুলোকেই আগে টার্গেট করা হয়েছে।

অভিযুক্তদের তালিকায় কারা কারা?

এই তালিকায় উঠে এসেছে এমন কিছু নাম, যেগুলো এক সময় রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা এবং রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ব্যবসায়ী মহল থেকে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা ধনকুবেররা।

এদের বিরুদ্ধে অভিযোগের ধরন হলো-ক্ষমতার অপব্যবহার, বিদেশে অর্থপাচার, সরকারি জমি দখল, প্রকল্পের নামে শত শত কোটি টাকা আত্মসাৎ, ভুয়া ঋণ নিয়ে ব্যাংক খালি করা, শেয়ারবাজারে কারসাজি এবং সরকারি টেন্ডারে নিয়মবহির্ভূত লাভ অর্জন।

প্রশাসন ও রাজনীতির দুর্বৃত্তায়নের চিত্র

এই তালিকায় সরকারি কর্মকর্তাদের সংখ্যা সবচেয়ে বেশি—২৪৩ জন। এ থেকেই স্পষ্ট, রাষ্ট্রীয় প্রশাসন দীর্ঘ সময় ধরে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। তদ্বির, ঘুষ, পোস্টিং-বাণিজ্য ও নীতির অপব্যবহার প্রশাসনকে একটি দুর্বৃত্তপুষ্ট প্রতিষ্ঠানে রূপান্তর করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি তৈরি হয়েছে বছরের পর বছর ধরে দুর্নীতিকে সহ্য করার সংস্কৃতির ফলে।

রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক জোবায়ের আহমেদ বলেন, “আমরা এতদিন ধরে যে রাজনীতিকে দুর্বৃত্তায়নের কথা বলেছি, এখন প্রশাসনও সেই ছায়ায় চলে গেছে। নীতিহীনতার সঙ্গে পেশাদারিত্বের বিচ্যুতি রাষ্ট্রযন্ত্রকে দুর্বল করেছে।”

তদন্তের গতি ও সীমাবদ্ধতা

দুদকের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, কিছু কিছু মামলায় তাড়াহুড়া করে তদন্ত শুরু করা হয়েছে, যেখানে যথাযথ প্রমাণ সংগ্রহ ও ফ্যাক্টচেকের প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এতে করে আদালতে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ছাড়া, এখনো অনেক অভিযোগ তদন্তাধীন এবং প্রায় ১২,৮২৭টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ৩৫০০টি অভিযোগ প্রধান কার্যালয় থেকে পাওয়া।

দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, “আমরা চেষ্টা করছি গঠনমূলকভাবে এগোতে। সরকারি কর্মকর্তাদের অপকর্ম এখন অগ্রাধিকার তালিকায়। তবে আমাদের সীমাবদ্ধতাও রয়েছে।”

আন্তর্জাতিক মহলে সাড়া

এই দুর্নীতিবিরোধী অভিযানের ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি কিছুটা পুনরুদ্ধার পেয়েছে। বিশ্বব্যাংক, আইএমএফ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

তবে একে কেবল প্রতিশোধমূলক রাজনীতির অংশ না বানিয়ে টেকসই প্রশাসনিক সংস্কার ও আইনি স্বচ্ছতা প্রতিষ্ঠা করার ওপর জোর দিয়েছেন অনেক বিশ্লেষক।

১১ মাসের এই তথ্যচিত্র বলছে, রাষ্ট্রের ভিতরে দুর্নীতির শিকড় কত গভীরে বিস্তার করেছে। যেসব প্রতিষ্ঠানের ওপর দেশের জনগণ নির্ভর করে, সেগুলোই নিজেদের স্বার্থে ব্যবহৃত হয়েছে।

এখন প্রশ্ন হলো—এই মামলাগুলো কেবল রাজনৈতিক প্রতিহিংসা হয়ে থেকে যাবে, নাকি সত্যিকারের ন্যায়ের পথে এগিয়ে যাবে?

পরবর্তী নির্বাচনের পূর্বপ্রস্তুতির সময়কালে এই মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে, সেটাই এখন জাতীয় রাজনীতির বড় প্রশ্ন।

(ডিসি/এসপি/জুলাই ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test