E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামায়াতের সমাবেশ ঘিরে আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

২০২৫ জুলাই ১৯ ১৩:১৮:১৫
জামায়াতের সমাবেশ ঘিরে আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

স্টাফ রিপোর্টার : জামায়াতের সমাবেশ ঘিরে আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের বৃহত্তম সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সাত দফা দাবিতে শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা থেকে মূল সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল থেকেই। ফলে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। সমাবেশ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য ডিএমপির পাশাপাশি জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন।

সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের গেটগুলোতে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা মেটাল ডিটেকক্টর দিয়ে আগতদের তল্লাশি করছেন। কাউকে সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে ব্যাগসহ সঙ্গে থাকা সামগ্রীও। এ ছাড়া সড়কে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া ট্রাফিক সদস্যরাও যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। বিভিন্ন মোড়ে ডাইভারশন দিয়ে কাটাবন থেকে শাহবাগ হয়ে মৎস্যভবন পর্যন্ত এবং বাংলামোটর থেকে শাহবাগ হয়ে মৎস্যভবন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সমাবেশ ঘিরে ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক সদস্যরাও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।

(ওএস/এএস/জুলাই ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test