E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে সহিংসতা ও দমন-পীড়নের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের তীব্র প্রতিবাদ

২০২৫ জুলাই ১৯ ১৭:৫০:৫২
গোপালগঞ্জে সহিংসতা ও দমন-পীড়নের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের তীব্র প্রতিবাদ

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জে এনসিপি নেতাদের পরিকল্পিত উস্কানিমূলক বক্তব্য ও উগ্র রাজনৈতিক আচরণের ফলে উদ্ভূত সহিংসতা, সেনাবাহিনীর গুলিতে বহু নাগরিকের নির্মম মৃত্যু, শতশত আহত, এবং পরবর্তী সময়ে কারফিউ জারি করে জনসাধারণের ওপর দমন-পীড়ন—এই সবকিছুই এক গভীর রাষ্ট্রীয় সংকটের বহিঃপ্রকাশ।

আজ শনিবার এক বিবৃতিতে একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান লেখক গবেষক বীর মুক্তিযোদ্ধা আবীর আহাদ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।

বিবৃতিতে আবীর আহাদ বলেন, সেনাবাহিনীর প্রহরায় এনসিপি নেতৃবৃন্দের পলায়ন এবং জনগণের ওপর গুলিবর্ষণ, গণগ্রেফতার ও মিথ্যা মামলার বন্যা স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আমরা মনে করি। একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ মনে করে, এ ধরনের অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে শান্তি ও গণতন্ত্রকামী দেশবাসীর রুখে দাঁড়ানো উচিত। আমরা জোরালোভাবে দাবি জানাই।

দাবিগুলো

১. ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচার।

২. নিহত-আহতদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসা।

৩. মিথ্যা মামলা ও গণগ্রেফতার অবিলম্বে প্রত্যাহার।

৪. এনসিপির ষড়যন্ত্রমূলক ভূমিকায় আইনি ব্যবস্থা।

৫. রাজনৈতিক সংকটে সেনাবাহিনীর ব্যবহার বন্ধ করা।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জনগণের পক্ষে, অপশক্তির বিরুদ্ধে। আমরা সকল দেশপ্রেমিক নাগরিক ও সংগঠনকে আহ্বান জানাই, এ অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিন।

(পিআর/এসপি/জুলাই ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test