E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শারীরিক খোঁজখবর নিতে জামায়াত আমিরের বাসায় ধর্ম উপদেষ্টা

২০২৫ জুলাই ২০ ১৯:১৩:০৪
শারীরিক খোঁজখবর নিতে জামায়াত আমিরের বাসায় ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় গেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ রবিবার দুপুরে তিনি ঢাকার বাসায় গিয়ে জামায়াত আমিরের সঙ্গে দেখা করেন।

সেখানে তিনি ডা. শফিকুর রহমানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান।

গতকাল শনিবার (১৯ জুলাই) রাতে হাসপাতাল থেকে বাসায় ফেরেন জামায়াত আমির। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

অসুস্থতার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন।

এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের অনেক নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী তাঁর জন্য খোঁজখবর নেন ও সুস্থতা কামনা করেন।

এদিকে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি নিজের প্রেস সচিব শফিকুল আলমকে হাসপাতালে পাঠান।

এক ফেসবুক পোস্টে জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন।

(ওএস/এসপি/জুলাই ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test