E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাইলস্টোন কলেজে অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব

২০২৫ জুলাই ২২ ১৩:২৬:৪৫
মাইলস্টোন কলেজে অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব

স্টাফ রিপোর্টার : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীদের তোপের মুখে কলেজ ক্যাম্পাস থেকে বের হতে পারছেন না তারা।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় তারা মাইলস্টোন কলেজের ৫ নম্বর ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। তখন তাদের ঘিরে ধরেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের শিক্ষকদের সহায়তায় আবারও ৫ নম্বর ভবনে প্রবেশ করেন তারা।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় ড. আসিফ নজরুল ও শফিকুল আলমের পথরোধ করেন শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীরা তাদের ৫ নম্বর ভবনে ঢুকিয়ে অবরুদ্ধ করেন। পরে শিক্ষা উপদেষ্টাও সেখানে যান। এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা।

বিক্ষোভরত একাদশ শ্রেণির শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, বিমান দুর্ঘটনায় গতকাল অন্তত ৪০ জন নিহত হয়েছে। কিন্তু বলা হচ্ছে ২৭ জন মারা গেছে। অথচ এখনো অনেক শিক্ষার্থীর লাশ খুঁজে পাচ্ছেন না অভিভাবকেরা। এছাড়া এ ঘটনার সুষ্ঠু তদন্ত করার বিষয়েও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেওয়া হয়নি। তাই তারা আন্দোলন করছেন।

এর আগে শিক্ষার্থীরা ৬ দফা দাবি তুলে ধরেন।

(ওএস/এএস/জুলাই ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test