E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাইলস্টোনে প্রবেশে কড়াকড়ি

২০২৫ জুলাই ২৩ ১২:৪১:০০
মাইলস্টোনে প্রবেশে কড়াকড়ি

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে, ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে কেবল কলেজের নির্দিষ্ট কর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের।

বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে সরেজমিনে এসবের পাশাপাশি দেখা গেছে, প্রতিষ্ঠানটির সামনে ভিড় জমিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও উৎসুক জনতা। গেটের সামনে দাঁড়িয়ে অনেকে মোবাইল ফোনে ছবি তুলছেন, ভিডিও করছেন।

গেটের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্য মো. রফিক বলেন, সকাল থেকে কোনো গণমাধ্যম বা সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন কলেজ কর্তৃপক্ষের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই, সবকিছু তদারকি করছে পুলিশ। ’

এ বিষয়ে জানতে চাইলে মাইলস্টোন গ্রুপের ডিরেক্টর ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান রাসেল তালুকদার বাংলানিউজকে বলেন, আমি এখনো এ বিষয়ে কিছু জানি না। একটি মিটিংয়ে আছি। বিস্তারিত পরে জানাচ্ছি।

গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১৬৪ জন।

(ওএস/এএস/জুলাই ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test