E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাইলস্টোন ট্র্যাজেডি, মসজিদে মসজিদে বিশেষ দোয়া

২০২৫ জুলাই ২৫ ১৬:৩০:২৪
মাইলস্টোন ট্র্যাজেডি, মসজিদে মসজিদে বিশেষ দোয়া

স্টাফ রিপোর্টার : উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয় সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

জুমার নামাজের পরে বায়তুল মোকাররমসহ অন্যান্য মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় করেন ইমামরা। এছাড়া এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেন। শোকাহত পরিবারদের শোক সহ্য করার দোয়া করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সারাদেশের মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত হয়। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি ইস্যু করে ধর্ম মন্ত্রণালয়।

বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়ালো। সবশেষ তথ্যানুযায়ী, আজ দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার সকাল সাড়ে ৯টায় আইমান (১০) নামে এক শিক্ষার্থী এবং দুপুর একটার দিকে মাকিন (১৩) নামে এক শিক্ষার্থী মারা গেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্সিভ ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

(ওএস/এএস/জুলাই ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test