রাজধানীতে তিন সমাবেশ ও পরীক্ষা ঘিরে প্রস্তুত ডিএমপি

স্টাফ রিপোর্টার : রাজধানীতে একইদিনে বড় সমাবেশ ডেকেছে ছাত্রদল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্র শিবির। এই তিন সমাবেশ ঘিরে নগরীর শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রচুর জনসমাগম ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাশাপাশি একইদিনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও বিসিএস পরীক্ষাও রয়েছে। ফলে তিনটি বড় ছাত্র সংগঠনের সমাবেশ ও পরীক্ষা ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্র সমাবেশ করবে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। এদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে এনসিপি। বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান-২০২৪’ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার দেওয়া অনুষ্ঠানের আয়োজন করেছে ছাত্রশিবির। এ ছাড়া সাইমুম শিল্পগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ১-৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট-জুলাই জাগরণ’ অনুষ্ঠিত হচ্ছে।
সংশ্লিষ্টরা ধারণা করছেন, বড় এই তিন সংগঠনের সমাবেশ ঘিরে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ব্যাপক লোক সমাগম ঘটবে। ফলে এসব এলাকায় স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটবে।
এসব সমাবেশের পাশাপাশি ওইদিন এইচএসসি ও বিসিএস পরীক্ষাও রয়েছে। ফলে সকাল থেকেই রাজধানীজুড়ে ব্যাপক যানজটেরও সৃষ্টি হতে পারে।
তবে এসব সমাবেশ ও পরীক্ষা ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ডিএমপি। নিয়মিত পুলিশের পাশাপাশি এসব অঞ্চলে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তারা। পাশাপাশি শাহবাগ, সোহরাওয়ার্দী ও শহীদ মিনার এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রিত থাকবে।
শনিবার (২ আগস্ট) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে বলেন, নিয়মিত যেসব পুলিশ সদস্য ওইসব এলাকায় দায়িত্ব পালন করেন তারা তো থাকবেনই। সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ডাইভারশনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি থাকায় ওই অঞ্চলে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সমাবেশ ও অনুষ্ঠান চলাকালীন প্রচুর জনসমাগম হবে। ফলে বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল করানো সম্ভব হবে না।
এজন্য বিজ্ঞপ্তিতে যান চলাচলের বিকল্প রুট ও ডাইভারশনের কথা জানানো হয়। সেগুলো হলো-
১. হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় উত্তর দিক থেকে আসা যানবাহন শাহবাগের দিকে না গিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে চলাচল করবে।
২. কাটাবন মোড় পশ্চিম দিক থেকে আসা যানবাহন শাহবাগে না গিয়ে নীলক্ষেত/পলাশী অথবা সোনারগাঁও রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলবে।
৩. মৎস্য ভবন মোড়, হাইকোর্ট/কদম ফোয়ারা থেকে আসা যান চলবে হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি হয়ে। কাকরাইল দিক থেকে আসা যানবাহন হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাবি দিকে যাবে।
৪. টিএসসি/রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর বা নীলক্ষেত থেকে আসা যান শাহবাগ এড়িয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত হয়ে চলবে। এ ছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ঢাকাবাসীকে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত সমাবেশকে ঘিরে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য ঢাকাবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল। শনিবার (২ আগস্ট) ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে নাছির জানান, প্রাথমিকভাবে তারা জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস থেকে অনুমতিও নেওয়া হয়েছিল। তবে জাতীয় নাগরিক পার্টির অনুরোধে এবং একটি উদার ও গণতান্ত্রিক ছাত্রসংগঠন হিসেবে তারা শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেন।
নাছির উদ্দীন বলেন, ব্যস্ত কর্মদিবসে রাজধানীতে সমাবেশের কারণে সৃষ্ট জনভোগান্তি সম্পর্কে আমরা অবগত। তবুও ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদের স্থান পরিবর্তন করতে হয়েছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা আগামীকালের যেকোনো ধরনের জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করছে এবং প্রত্যাশা করছে যে নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। ভবিষ্যতে আমরা এ বিষয়ে আরও অধিকতর সচেতন থাকবো।
(ওএস/এএস/আগস্ট ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- মাইলস্টোন খুলছে রবিবার, ক্লাস হবে নবম-দ্বাদশের
- রাজধানীতে তিন সমাবেশ ও পরীক্ষা ঘিরে প্রস্তুত ডিএমপি
- হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী
- ‘জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তির ঐক্য অটুট রাখতে হবে’
- ‘২০ শতাংশ শুল্ক ভারসাম্যপূর্ণ’
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর তাহেরপুর ঘাঁটি আক্রমণ করে
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
- শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন গুলিবিদ্ধসহ আহত ১০, আটক ৪
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- সাতক্ষীরা- ৩ আসনের সীমানা পুনঃ নির্ধারণের দাবিতে জামায়াতের বিক্ষোভ
- আসামি হয়েও প্রকাশ্যে করলেন সংবাদ সম্মেলন মানববন্ধন
- কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হচ্ছে মধ্যরাতে
- খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কার্গো আটক
- যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি
- বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সড়ক আবরোধ সমাবেশ
- চাটমোহরে সড়ক সংস্কারের দাবিতে ১৪ কি: মি: জুড়ে মানববন্ধন
- শাপলা বিলে পর্যটকদের সচেতন করতে লিফলেট বিতরণ
- সালথার খারদিয়া কুমার নদে দেদারছে চলছে অবৈধভাবে বালু উত্তোলন
- কাপাসিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত
- সালথায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
- দিলরুবা কামালের ‘পরদেশী মেঘ’
- সাতক্ষীরা-৪ আসনের পুনর্বিন্যাসের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- অতিরিক্ত ঠান্ডায় ঠাকুরগাঁওয়ে বেড়েছে শিশু রোগীর সংখ্যা
- রোহিঙ্গাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করছে জান্তা
- লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
- লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উদযাপন
- নৌকার পক্ষে সমর্থন জানানেল এডভোকেট আব্দুল মতিন
- লক্ষ্মীপুরে দোকান ঘর বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
- রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি: ১৭ নারীসহ ৫২ জন রিমান্ডে
- মহুয়া বনে
- সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ
- খুলনা রেলস্টেশনে পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর
- রামগঞ্জে ইমতিয়াজ ও রায়পুরে অধ্যক্ষ মামুন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
- শায়েস্তাগঞ্জে চেয়ারম্যান পদে মুখোমুখি দুই সাংবাদিক
- ‘গাছ থেকে অপরিপক্ক আম পারলে জরিমানা করা হবে’
- চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
- বেলকুচিতে থানায় ঢুকে প্রার্থীর ওপর হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইসির
- লক্ষ্মীপুরে সালাউদ্দিন টিপুর হ্যাটট্রিক জয়
- ভোলায় ইঞ্জিনিয়ার নোমানের নেতৃত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশ জনসমুদ্রে পরিণত
- বিজনেস সামিটের পর্দা নামছে আজ
- বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থী হলেন এমপির কোম্পানির কর্মকর্তা, প্রভাব বিস্তারের অভিযোগ
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
০৩ আগস্ট ২০২৫
- রাজধানীতে তিন সমাবেশ ও পরীক্ষা ঘিরে প্রস্তুত ডিএমপি
- ‘জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তির ঐক্য অটুট রাখতে হবে’