E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জুলাই গণঅভ্যুত্থান দিবস

প্রস্তুত মঞ্চ-সাউন্ড-লাইটিং সিস্টেম, নিরাপত্তা জোরদার

২০২৫ আগস্ট ০৫ ০০:৪৯:২৫
প্রস্তুত মঞ্চ-সাউন্ড-লাইটিং সিস্টেম, নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার : গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন ৫ আগস্ট বিকেল ৫টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এদিন দিনব্যাপী থাকছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় বিশেষ ড্রোন শো। বেলা ১১টা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত চলবে এ আয়োজন।

অনুষ্ঠানের সব আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে। সোমবার (৪ আগস্ট) রাতে সরেজমিনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেখা যায়, প্রস্তুত হয়েছে মূল মঞ্চ ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’। সঙ্গে লাইটিং ও সাউন্ড সিস্টেমও প্রস্তুত।

পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। উচ্চ ধারণক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা এবং গোয়েন্দা নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পরা রিহার্সাল করেছেন। এ সময় সাউন্ড সিস্টেম ও লাইটিংয়ের যাবতীয় কাজ পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্টরা।

রোওয়ার সাউন্ড সিস্টেমের সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ জাগো নিউজকে বলেন, অনুষ্ঠানের জন্য সাউন্ডের কাজ শেষ। বৃষ্টি হলেও সাউন্ডে কোনো সমস্যা হবে না। ওয়াটারপ্রুফ সাউন্ড সিস্টেম করা হয়েছে।

সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র মঞ্চের সামনে অনেককেই ছবি তুলতে দেখা যায়।

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জাগো নিউজকে বলেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশে পর্যাপ্ত সংখ্যাক পুলিশ মোতায়েন থাকবে। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও থাকবে।

র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, মানিক মিয়া অ্যাভিনিউয়ে উচ্চ ধারণক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া র‍্যাবের পর্যাপ্ত সংখ্যাক সদস্য মোতায়েন থাকবে।

সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো হবে। বেলা ১১টা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত চলবে এ আয়োজন।

এদিন বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

এর আগে বেলা ১১টায় থাকছে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা। এরপর দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন উদযাপন’, সন্ধ্যা সাড়ে ৭টায় ‘স্পেশাল ড্রোন শো’ এবং রাত ৮টায় থাকছে ব্যান্ড দল আর্টসেলের পরিবেশনা।

এসব আয়োজন উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রচুর জনসমাগম হবে বিবেচনায় সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
(ওএস/এএস/আগস্ট ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test