E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সহকারী কমিশনার আরিফুজ্জামান বরখাস্ত

২০২৫ আগস্ট ১৪ ১৯:৩১:১২
সহকারী কমিশনার আরিফুজ্জামান বরখাস্ত

স্টাফ রিপোর্টার : কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ এর সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুজ্জামান। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. আরিফুজ্জামান, সাবেক সহকারী পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর বর্তমানে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সেহেতু, মো. আরিফুজ্জামানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ ও পলায়ন’ এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ থেকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

(ওএস/এসপি/আগস্ট ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test