E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নিষিদ্ধ পলিথিন রোধে কৃষি মার্কেট পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ আগস্ট ১৬ ১৩:০৪:১২
নিষিদ্ধ পলিথিন রোধে কৃষি মার্কেট পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি কৃষি মার্কেটে আসেন।
এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং দোকানিদের পলিথিন ব্যবহার না করার জন্য অনুরোধ জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা দোকানিদের উদ্দেশে বলেন, পরিবেশের জন্য পলিথিন ভয়াবহ হুমকি। তাই এর ব্যবহার বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বাজারের ব্যবসায়ীদের কাপড়ের ব্যাগ বা পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করতে উৎসাহিত করেন।

(ওএস/এএস/আগস্ট ১৬, ২০২৫)


পাঠকের মতামত:

১৬ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test