E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘হজ-ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ীর প্রয়াস অব্যাহত থাকবে’

২০২৫ আগস্ট ১৬ ২৩:৩৪:০০
‘হজ-ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ীর প্রয়াস অব্যাহত থাকবে’

স্টাফ রিপোর্টার : সমন্বিত প্রয়াসের মাধ্যমে হজ ও ওমরাহ পালনকে সহজ এবং সাশ্রয়ী করতে সকল প্রয়াস অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।

শনিবার (১৬ আগস্ট) রাতে রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ্জ ও ওমরাহ ফেয়ার ২০২৫’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হজ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ৩ দিনব্যাপী এই হজ ও ওমরাহ মেলার আয়োজন করে।

নাসরীন জাহান বলেন, গত বছরের হজ ব্যবস্থাপনা চমৎকার ছিল। হজের ব্যয় কমিয়ে আনতে ৩০ হাজার টাকা বিমান ভাড়া কমানো হয়েছিল। এ বছর হজ যাত্রী পরিবহনে যুক্ত থাকা অন্যান্য এয়ার লাইন্সের সঙ্গে আলোচনার মাধ্যমে আরও সাশ্রয়ী ভাড়া নির্ধারণের চেষ্টা করা হবে।

শুধু বিমান ভাড়া কমানো হলে হজের খরচ খুব কমে যাবে বিষয়টি এমন নয় উল্লেখ করে বিমান সচিব বলেন, হজের যে আরও চার-পাঁচটি খরচের খাত রয়েছে সেটি বিবেচনায় নিতে হবে।

এ সময় তিনি হজ ও ওমরাহ পালনকারীদের সর্বোত্তম সেবাদানের জন্য হজ এজেন্সিগুলোর মনোযোগ আকর্ষণ করেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হজ্জ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এবং সঞ্চালনা করেন হজ্জ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক, বিমান বাংলাদেশের পরিচালক (বিপণন) আশরাফুল আলম, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি হজ ও ওমরাহ মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন।

(ওএস/এএস/আগস্ট ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test