E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক ইতিহাসের সেরা অবস্থানে’

২০২৫ আগস্ট ১৯ ২৩:০২:৩৯
‘বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক ইতিহাসের সেরা অবস্থানে’

স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মালয়েশিয়া সফরের কথা তুলে ধরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান বলেছেন, ইতিহাসের সেরা দ্বিপাক্ষিক সম্পর্কে অবস্থান করছে বাংলাদেশ-মালয়েশিয়া।

এ ছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে প্রবাসী শ্রমিকদের কল্যাণ, ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বহুমাত্রিক দিগন্ত উন্মোচিত হয়েছে বলেও জানান হাইকমিশনার শামীম আহসান।

মঙ্গলবার (১৯ আগস্ট) মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মালয়েশিয়ায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন করা হয়। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ‘জুলাই বিয়ন্ড বর্ডার্স’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের ওপর গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন হাইকমিশনার মো. শামীম আহসান। ডিজিটাল মাধ্যমে এই প্রদর্শনীটি দূতাবাসে আগত সেবাপ্রার্থী ও দর্শনার্থীদের জন্য আগামী সপ্তাহেও উন্মুক্ত থাকবে।

গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের পর অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানের ওপর এবং অভ্যুত্থানে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদান নিয়ে নির্মিত দুটি পৃথক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা নিয়ে যে অভ্যুত্থান অনুষ্ঠিত হয় সে আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ রূপ দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান হাইকমিশনার শামীম আহসান।

প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব এই সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে। সরকারের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া সরকার।

তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের চাহিত সেবা যেমন পাসপোর্ট-ভিসা, কনস্যুলার সেবা, কর্মসংস্থানসহ কল্যাণমূলক সব ধরনের সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। দূতাবাসের সেবা ডিজিটালাইজ করা হয়েছে এবং পোস্ট অফিসের মাধ্যমেও সেবা দেওয়া হচ্ছে। হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা ছুটির দিনগুলোতে বিভিন্ন স্থানে নিয়মিতভাবে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, রেমিট্যান্স যোদ্ধা, ছাত্র প্রতিনিধি, প্রবাসী সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/আগস্ট ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

২০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test