E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বুড়িগঙ্গার তীর দখলমুক্তে যৌথ অভিযান শুরু

২০২৫ আগস্ট ২০ ১২:৩৬:৩৪
বুড়িগঙ্গার তীর দখলমুক্তে যৌথ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার : রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (২০ আগস্ট) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) পর্যন্ত।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৯/২০১৬-এর নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানে পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া বা কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল মৌজার নদীর তীরবর্তী অংশ।

এই এলাকাগুলো থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভরাট অপসারণ করা হবে বলে জানানো হয়েছে।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। তারা উচ্ছেদের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ম্যাজিস্ট্রেট সংক্রান্ত দায়িত্ব পালন করবেন। এ সময় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দখল ও স্থাপনার কারণে নদী সংকুচিত হয়ে পড়ছে। এতে পরিবেশ ও নৌ-নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবেই স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হচ্ছে।

(ওএস/এএস/আগস্ট ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

২০ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test